Neeraj Chopra: সোনা-রুপোয় ঝুলি ভরে চলেছে নীরজ চোপড়ার

টোকিও অলিম্পিকে সোনা জিতে ভারতকে গর্বিত করেছিলেন নীরজ চোপড়া। তারপর থেকে এখনও অবধি যে ইভেন্টেই তিনি নামছেন পদক লাভ করছেন। সোনা-রুপোতে ভরে উঠছে তাঁর পদকের ঝুলি। ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো পেয়ে ইতিহাসে সামিল হয়েছেন নীরজ। বিশ্ব মিটে রুপো পাওয়া প্রথম ভারতীয় অ্যাথলিট তিনি। ফিরে দেখা সোনার ছেলের সাফল্য...

| Edited By: | Updated on: Jul 24, 2022 | 1:48 PM
টোকিও অলিম্পিকে সোনা জিতে ভারতকে গর্বিত করেছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তারপর থেকে এখনও অবধি যে ইভেন্টেই তিনি নামছেন পদক লাভ করছেন। সোনা-রুপোতে ভরে উঠছে তাঁর পদকের ঝুলি। ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো পেয়ে ইতিহাসে সামিল হয়েছেন নীরজ। বিশ্ব মিটে রুপো পাওয়া প্রথম ভারতীয় অ্যাথলিট তিনি। (ছবি-টুইটার)

টোকিও অলিম্পিকে সোনা জিতে ভারতকে গর্বিত করেছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তারপর থেকে এখনও অবধি যে ইভেন্টেই তিনি নামছেন পদক লাভ করছেন। সোনা-রুপোতে ভরে উঠছে তাঁর পদকের ঝুলি। ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো পেয়ে ইতিহাসে সামিল হয়েছেন নীরজ। বিশ্ব মিটে রুপো পাওয়া প্রথম ভারতীয় অ্যাথলিট তিনি। (ছবি-টুইটার)

1 / 7
গত বছর টোকিওতে হওয়া অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে প্রথম সোনা এনে দিয়ে দেশকে গর্বিত করেছেন নীরজ চোপড়া। ৮৭.৫৮ মিটার জ্যাভলিন থ্রো করে সোনা পেয়েছিলেন নীরজ। (ছবি-টুইটার)

গত বছর টোকিওতে হওয়া অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে প্রথম সোনা এনে দিয়ে দেশকে গর্বিত করেছেন নীরজ চোপড়া। ৮৭.৫৮ মিটার জ্যাভলিন থ্রো করে সোনা পেয়েছিলেন নীরজ। (ছবি-টুইটার)

2 / 7
চলতি বছরে ওরিগনে হওয়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮৮.১৩ মিটার থ্রো করে রুপো পেয়েছন নীরজ। (ছবি-টুইটার)

চলতি বছরে ওরিগনে হওয়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮৮.১৩ মিটার থ্রো করে রুপো পেয়েছন নীরজ। (ছবি-টুইটার)

3 / 7
২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ৮৮.০৬ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। (ছবি-টুইটার)

২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ৮৮.০৬ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। (ছবি-টুইটার)

4 / 7
২০১৮ সালে এশিয়ান গেমস ছাড়াও গোল্ড কোস্টেও পদক জিতেছিলেন নীরজ। ৮৬.৪৭ মিটার জ্যাভলিন ছুড়ে কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছিলেন নীরজ। (ছবি-টুইটার)

২০১৮ সালে এশিয়ান গেমস ছাড়াও গোল্ড কোস্টেও পদক জিতেছিলেন নীরজ। ৮৬.৪৭ মিটার জ্যাভলিন ছুড়ে কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছিলেন নীরজ। (ছবি-টুইটার)

5 / 7
২০১৭ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৫.২৩ মিটার বর্শা ছুড়ে সোনার পদক পেয়েছিলেন নীরজ চোপড়া। (ছবি-টুইটার)

২০১৭ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৫.২৩ মিটার বর্শা ছুড়ে সোনার পদক পেয়েছিলেন নীরজ চোপড়া। (ছবি-টুইটার)

6 / 7
 ২০১৬ সালে গুয়াহাটিতে হওয়া সাউথ এশিয়ান গেমসে ৮২.২৩ মিটার জ্যাভলিন থ্রো করে সোনা জিতেছিলেন নীরজ। (ছবি-টুইটার)

২০১৬ সালে গুয়াহাটিতে হওয়া সাউথ এশিয়ান গেমসে ৮২.২৩ মিটার জ্যাভলিন থ্রো করে সোনা জিতেছিলেন নীরজ। (ছবি-টুইটার)

7 / 7
Follow Us: