Neeraj Chopra: সোনা-রুপোয় ঝুলি ভরে চলেছে নীরজ চোপড়ার
টোকিও অলিম্পিকে সোনা জিতে ভারতকে গর্বিত করেছিলেন নীরজ চোপড়া। তারপর থেকে এখনও অবধি যে ইভেন্টেই তিনি নামছেন পদক লাভ করছেন। সোনা-রুপোতে ভরে উঠছে তাঁর পদকের ঝুলি। ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো পেয়ে ইতিহাসে সামিল হয়েছেন নীরজ। বিশ্ব মিটে রুপো পাওয়া প্রথম ভারতীয় অ্যাথলিট তিনি। ফিরে দেখা সোনার ছেলের সাফল্য...
Most Read Stories