আদা-রসুন দিয়ে কষানো খেলে কমে সুগার, আর কোন মশলা রাখবেন পাতে?
Spices for Diabetes: ক্রনিক অসুখের মধ্যে অন্যতম ডায়াবেটিস। রক্তে সুগার ধরা পড়লে পছন্দের প্রায় সব খাবারই বাদ দিতে হয় পাত থেকে। ফাইবার সমৃদ্ধ দানাশস্য, শাকসবজি বেশি খেতে হয়। আর সে সব খাবার মশলা দিয়ে কষিয়ে রান্না করেও খেতে পারেন। মশলার গুণেও সুগার বশে থাকে।
Most Read Stories