মটন তো খান, খাসির কোফতা কারি চেখে দেখেছেন কি? রইল রেসিপি

Mutton Kofta Recipe In Bengali: তাতে শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ ফোড়ন দিন। পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিন। পরিমাণমতো নুন, লঙ্কা,হলুদ দিন। এ বার মশলা কষিয়ে নিন ভালো করে। মশলা কষে এলে তাতে কোফতাগুলো দিয়ে নিন। একটু কষে এলে সামান্য গরম জল দিন। তারপর উপর থেকে ঘি, গরম মশলা ও বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন।

| Updated on: Jan 24, 2024 | 2:22 PM
আপনি কি মটন লাভার? চোখের সামনে মটন দেখলে আর লোভ সামলাতে পারেন না? তবে একবার চেখে দেখুন মটন মালাই কোফতা।(ছবি:Pinterest)

আপনি কি মটন লাভার? চোখের সামনে মটন দেখলে আর লোভ সামলাতে পারেন না? তবে একবার চেখে দেখুন মটন মালাই কোফতা।(ছবি:Pinterest)

1 / 8
জ্বিভে জল আনা এই পদ বানাতে তেমন ঝক্কিও নেই। এ বার আর দেরী না করে  ঝটপট বানিয়ে নিন মটন মালাই কোফতা। রইল রেসিপি।(ছবি:Pinterest)

জ্বিভে জল আনা এই পদ বানাতে তেমন ঝক্কিও নেই। এ বার আর দেরী না করে ঝটপট বানিয়ে নিন মটন মালাই কোফতা। রইল রেসিপি।(ছবি:Pinterest)

2 / 8
এই পদ বানাতে লাগবে বোনলেস মটন,পেঁয়াজ,আদা কুচি,রসুন কুচি, আলু, ছোট এলাচ, দারুচিনি, ছোট এলাচ,লবঙ্গ, গোলমরিচ , শুকনো লঙ্কা।(ছবি:Pinterest)

এই পদ বানাতে লাগবে বোনলেস মটন,পেঁয়াজ,আদা কুচি,রসুন কুচি, আলু, ছোট এলাচ, দারুচিনি, ছোট এলাচ,লবঙ্গ, গোলমরিচ , শুকনো লঙ্কা।(ছবি:Pinterest)

3 / 8
সরষে তেল, নুন,চিনি, টকদই, কাজু, কিশমিশ, চারমগজ, কসৌরি মেথি, জল, ঘি। এ বার আসা যাক রেসিপিতে। (ছবি:Pinterest)

সরষে তেল, নুন,চিনি, টকদই, কাজু, কিশমিশ, চারমগজ, কসৌরি মেথি, জল, ঘি। এ বার আসা যাক রেসিপিতে। (ছবি:Pinterest)

4 / 8
প্রথমে মাংসটা অল্প সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিন। এরপর একটা প্যানে তেল দিন। তাকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিন। (ছবি:Pinterest)

প্রথমে মাংসটা অল্প সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিন। এরপর একটা প্যানে তেল দিন। তাকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিন। (ছবি:Pinterest)

5 / 8
এরপর এই মশলাটা মাংসের পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে হাত দিয়ে গোল গোল কোফতার আকার দিন। মাংসের পেস্টে সেদ্ধ আলু দিতে ভুলবেন না।  অন্যদিকে কড়াইয়ে তেল দিন। (ছবি:Pinterest)

এরপর এই মশলাটা মাংসের পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে হাত দিয়ে গোল গোল কোফতার আকার দিন। মাংসের পেস্টে সেদ্ধ আলু দিতে ভুলবেন না। অন্যদিকে কড়াইয়ে তেল দিন। (ছবি:Pinterest)

6 / 8
তাতে শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ ফোড়ন দিন। পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিন। পরিমাণমতো নুন, লঙ্কা,হলুদ দিন। এ বার মশলা কষিয়ে নিন ভালো করে। (ছবি:Pinterest)

তাতে শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ ফোড়ন দিন। পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিন। পরিমাণমতো নুন, লঙ্কা,হলুদ দিন। এ বার মশলা কষিয়ে নিন ভালো করে। (ছবি:Pinterest)

7 / 8
মশলা কষে এলে তাতে কোফতাগুলো দিয়ে নিন। একটু কষে এলে সামান্য গরম জল দিন। তারপর উপর থেকে ঘি, গরম মশলা ও বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। (ছবি:Pinterest)

মশলা কষে এলে তাতে কোফতাগুলো দিয়ে নিন। একটু কষে এলে সামান্য গরম জল দিন। তারপর উপর থেকে ঘি, গরম মশলা ও বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: