Floral Face Pack: ত্বকের দাগছোপ মিটিয়ে জেল্লা বাড়িয়ে নিন বাড়িতে বানানো ফুলের তৈরি ফেস প্যাক দিয়ে, কীভাবে বানাবেন জানুন

Homemade face Pack: শুধু গন্ধই নয়,গোলাপ ও পদ্মের মতো জুঁই ফুলেরও গুণাগুণ অনেক। এই ফুলে অ্যান্টি সেপটিক উপাদান রয়েছে ত্বকের যেকোনও ধরনের সংক্রমণ কমায়। এছাড়াও জুঁই ফুলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানও রয়েছে যা প্রদাহ দূর করে।

| Edited By: | Updated on: Apr 18, 2023 | 3:51 PM
গরমে ত্বকের বেহাল অবস্থা? ট্যানে ভরে গিয়েছে গোটা মুখ? অনেক ক্রিম, ফেস প্যাক তো ব্যবহার করলেন। এবার ফুল দিয়ে বাড়িতেই বানিয়ে নিন ফেস প্যাক। পকেটও বাঁচবে আক সমস্যাও মিটবে। কীভাবে বানাবেন এইসব ফেস প্যাক? জেনে নিন...

গরমে ত্বকের বেহাল অবস্থা? ট্যানে ভরে গিয়েছে গোটা মুখ? অনেক ক্রিম, ফেস প্যাক তো ব্যবহার করলেন। এবার ফুল দিয়ে বাড়িতেই বানিয়ে নিন ফেস প্যাক। পকেটও বাঁচবে আক সমস্যাও মিটবে। কীভাবে বানাবেন এইসব ফেস প্যাক? জেনে নিন...

1 / 8
গোলাপে রয়েছে ভিটামিন E ও C যা ত্বকের জন্য ভীষণ উপকারি। তাই গোলাপ জলের ব্যবহার সারাবছর করেন অনেকেই। গোলাপের নির্যাস ত্বকের প্রদাহ কমিয়ে ত্বকের জেল্লা ফেরায়।

গোলাপে রয়েছে ভিটামিন E ও C যা ত্বকের জন্য ভীষণ উপকারি। তাই গোলাপ জলের ব্যবহার সারাবছর করেন অনেকেই। গোলাপের নির্যাস ত্বকের প্রদাহ কমিয়ে ত্বকের জেল্লা ফেরায়।

2 / 8
একটা পাত্রে গোলাপের পাপড়ি নিন। এবার পাপড়ি গুলি ভাল করে বেটে তাতে দুধ মিশিয়ে নিন। এবার এই পেস্টটি মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

একটা পাত্রে গোলাপের পাপড়ি নিন। এবার পাপড়ি গুলি ভাল করে বেটে তাতে দুধ মিশিয়ে নিন। এবার এই পেস্টটি মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

3 / 8
বলিরেখা মিটিয়ে ত্বককে মসৃণ করে পদ্ম ফুল। এছাড়াও সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করে পদ্মের নির্যাস। কীভাবে বানাবেন পদ্মের ফেস প্যাক?

বলিরেখা মিটিয়ে ত্বককে মসৃণ করে পদ্ম ফুল। এছাড়াও সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করে পদ্মের নির্যাস। কীভাবে বানাবেন পদ্মের ফেস প্যাক?

4 / 8
একটি পদ্ম ফুল নিয়ে ভাল করে ধুয়ে পাপড়ি গুলো ছাড়িয়ে নিন। এবার পাপড়ি গুলো বেটে তাতে দুধ ও মুসুর ডাসের গুঁড়ো মেশান। এবার ওই মিশ্রণটি গোটা মুখে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

একটি পদ্ম ফুল নিয়ে ভাল করে ধুয়ে পাপড়ি গুলো ছাড়িয়ে নিন। এবার পাপড়ি গুলো বেটে তাতে দুধ ও মুসুর ডাসের গুঁড়ো মেশান। এবার ওই মিশ্রণটি গোটা মুখে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

5 / 8
শুধু গন্ধই নয়,গোলাপ ও পদ্মের মতো জুঁই ফুলেরও গুণাগুণ অনেক। এই ফুলে অ্যান্টি সেপটিক উপাদান রয়েছে ত্বকের যেকোনও ধরনের সংক্রমণ কমায়।

শুধু গন্ধই নয়,গোলাপ ও পদ্মের মতো জুঁই ফুলেরও গুণাগুণ অনেক। এই ফুলে অ্যান্টি সেপটিক উপাদান রয়েছে ত্বকের যেকোনও ধরনের সংক্রমণ কমায়।

6 / 8
এছাড়াও জুঁই ফুলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানও রয়েছে যা প্রদাহ দূর করে। এবং এই ফুলের নির্যাস ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

এছাড়াও জুঁই ফুলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানও রয়েছে যা প্রদাহ দূর করে। এবং এই ফুলের নির্যাস ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

7 / 8
 কয়েকটি জুঁই ফুল নিয়ে মিক্সারে বেটে নিন। এলার তাতে দুধ  ও বেসন মেশান। ভাল করে মিশ্রণটি গুলে নিয়ে গোটা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রখে ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফিরে পাবেন।

কয়েকটি জুঁই ফুল নিয়ে মিক্সারে বেটে নিন। এলার তাতে দুধ ও বেসন মেশান। ভাল করে মিশ্রণটি গুলে নিয়ে গোটা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রখে ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফিরে পাবেন।

8 / 8
Follow Us: