Dark Spots: ব্রণ হয়নি কখনও, তাতেও মুখ ভরেছে দাগছোপে, কেন?
Skin Conditions: ছোটবেলায় ব্রণ হয়েছিল, তার দাগ রয়ে গিয়েছে। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকে আরও দাগছোপও বেড়েছে। অনেকের ধারণা স্কিন কেয়ারে ভুলত্রুটির কারণে মুখে দাগছোপ দেখা দেয়। কিন্তু মুখে অবাঞ্ছিত দাগছোপ শুধু যে স্কিন কেয়ারে ভুলের জন্য হয়, এমনটা নয়। শারীরিক সমস্যার কারণেও এসব সমস্যা দেখা দেয়।
Most Read Stories