Weight Loss Food: প্রোটিন শেকের বদলে এই ৭ খাবার খেয়ে মেদ ঝরান, কসরতও কম করতে হবে

Protein Rich Food: ওজন কমাতে গেলে পাতে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতেই হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার, দেহে কাজ করার এনার্জি জোগায়। পাশাপাশি পেটকে দীর্ঘক্ষণ ভর্তি রাখে এবং এতে মুখরোচক খাবার বা অতিরিক্ত খাবার খাওয়া থেকেও দূরে থাকেন। কোন-কোন প্রোটিন সমৃদ্ধ রোজ খাবেন, রইল টিপস।

| Updated on: Mar 07, 2024 | 10:52 AM
ওজন কমাতে গেলে পাতে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতেই হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার, দেহে কাজ করার এনার্জি জোগায়। পাশাপাশি পেটকে দীর্ঘক্ষণ ভর্তি রাখে এবং এতে মুখরোচক খাবার বা অতিরিক্ত খাবার খাওয়া থেকেও দূরে থাকেন। কোন-কোন প্রোটিন সমৃদ্ধ রোজ খাবেন, রইল টিপস।

ওজন কমাতে গেলে পাতে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতেই হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার, দেহে কাজ করার এনার্জি জোগায়। পাশাপাশি পেটকে দীর্ঘক্ষণ ভর্তি রাখে এবং এতে মুখরোচক খাবার বা অতিরিক্ত খাবার খাওয়া থেকেও দূরে থাকেন। কোন-কোন প্রোটিন সমৃদ্ধ রোজ খাবেন, রইল টিপস।

1 / 8
পুষ্টির ভাণ্ডার ডিম। প্রোটিন থেকে শুরু করে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল রয়েছে ডিমের মধ্যে। ব্রেকফাস্টে ডিম রাখলে এটি পেট ভরায় এবং দেহে পুষ্টির সঞ্চার ঘটায়। 

পুষ্টির ভাণ্ডার ডিম। প্রোটিন থেকে শুরু করে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল রয়েছে ডিমের মধ্যে। ব্রেকফাস্টে ডিম রাখলে এটি পেট ভরায় এবং দেহে পুষ্টির সঞ্চার ঘটায়। 

2 / 8
প্রোটিন ও প্রোবায়োটিকের সমৃদ্ধ উৎস গ্রিক ইয়োগার্ট‌। ওজন কমানোর জন্য় চিনি ছাড়া গ্রিক ইয়োগার্ট‌ খান। এতে অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে এবং হজম ক্ষমতা বাড়বে। এটি খিদেও কমায়। জলখাবার হিসেবে খেতে পারেন গ্রিক ইয়োগার্ট‌।

প্রোটিন ও প্রোবায়োটিকের সমৃদ্ধ উৎস গ্রিক ইয়োগার্ট‌। ওজন কমানোর জন্য় চিনি ছাড়া গ্রিক ইয়োগার্ট‌ খান। এতে অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে এবং হজম ক্ষমতা বাড়বে। এটি খিদেও কমায়। জলখাবার হিসেবে খেতে পারেন গ্রিক ইয়োগার্ট‌।

3 / 8
দুধ দেখলে অনেকেই নাক সিঁটকান। দুধ না খেলেও ছানা খান। ফ্যাটের পরিমাণ কম এবং প্রোটিনের পরিমাণ বেশি। এই খাবার রোজের ডায়েটে রাখলে সহজেই ওজন কমাতে পারবেন।

দুধ দেখলে অনেকেই নাক সিঁটকান। দুধ না খেলেও ছানা খান। ফ্যাটের পরিমাণ কম এবং প্রোটিনের পরিমাণ বেশি। এই খাবার রোজের ডায়েটে রাখলে সহজেই ওজন কমাতে পারবেন।

4 / 8
মেদ গলানোর জন্য ডায়েটে ফাইবার সমৃদ্ধ খাবার রাখতেই হবে। প্রোটিন ও ফাইবার একসঙ্গে প্রদান করে কিনোয়া। এতে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা দেহে একাধিক উপকারিতা প্রদান করে। তাই কিনোয়া খেলে ওজন কমবে এবং শরীরও ফিট থাকবে।

মেদ গলানোর জন্য ডায়েটে ফাইবার সমৃদ্ধ খাবার রাখতেই হবে। প্রোটিন ও ফাইবার একসঙ্গে প্রদান করে কিনোয়া। এতে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা দেহে একাধিক উপকারিতা প্রদান করে। তাই কিনোয়া খেলে ওজন কমবে এবং শরীরও ফিট থাকবে।

5 / 8
ডাল-ভাত খেয়েও ওজন কমানো যায়। ডালের মধ্যে উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য উপকারী। পাশাপাশি ডালের মধ্যে ফ্যাট নেই বললেই চলে। এই খাবার ওজন কমাতে সহায়ক।

ডাল-ভাত খেয়েও ওজন কমানো যায়। ডালের মধ্যে উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য উপকারী। পাশাপাশি ডালের মধ্যে ফ্যাট নেই বললেই চলে। এই খাবার ওজন কমাতে সহায়ক।

6 / 8
পনিরে ফ্যাটের পরিমাণ বেশি। কিন্তু উদ্ভিজ্জ প্রোটিনে ভরপুর তোফু। এমনকি ক্যালোরিও নেই এই ভেগান খাবারে। তাই পনিরের বদলে তোফুকে পাতে রাখলে ওজন কমানো অনেক সহজ হবে।

পনিরে ফ্যাটের পরিমাণ বেশি। কিন্তু উদ্ভিজ্জ প্রোটিনে ভরপুর তোফু। এমনকি ক্যালোরিও নেই এই ভেগান খাবারে। তাই পনিরের বদলে তোফুকে পাতে রাখলে ওজন কমানো অনেক সহজ হবে।

7 / 8
ওজন কমাতে চাইলে মাছ খাওয়া ছাড়লে চলবে না। বিশেষত, সামুদ্রিক মাছ বেছে করে খান। সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়া মাছে ক্যালোরি কম। 

ওজন কমাতে চাইলে মাছ খাওয়া ছাড়লে চলবে না। বিশেষত, সামুদ্রিক মাছ বেছে করে খান। সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়া মাছে ক্যালোরি কম। 

8 / 8
Follow Us: