Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tan Removal Pack: সানস্ক্রিন মাখার পরও হাতে-পায়ে ট্যান? যে ৫ টোটকায় মুশকিল আসান হবে

Sun Tan Remove-Home Remedies: যতই হাত-পা ঢাকা পোশাক পরে রোদে বের হন, ট্যানকে কোনওভাবেই এড়ানো যায় না। সানস্ক্রিন ছাড়া রোদে বেরোনো উচিত নয়। কিন্তু সানস্ক্রিন মাখার পর যে গায়ে ট্যান পড়বে না, এমনটাও নয়। উপরন্ত ট্যান তুলতে কালঘাম ছুটে যায়। বাজারচলতি ট্যান রিমুভ্যাল প্যাক খুব একটা কার্যকর হয় না। তাই ট্যান তোলার সহজ উপায় জেনে রাখা দরকার।

| Updated on: Mar 07, 2024 | 11:21 AM
রোদ ঝলমলে আকাশ ভাল লাগেও ট্যান কারওই পছন্দ নয়। আর যতই হাত-পা ঢাকা পোশাক পরে রোদে বের হন, ট্যানকে কোনওভাবেই এড়ানো যায় না। উপরন্ত ট্যান তুলতে কালঘাম ছুটে যায়। বাজারচলতি ট্যান রিমুভ্যাল প্যাক খুব একটা কার্যকর হয় না।

রোদ ঝলমলে আকাশ ভাল লাগেও ট্যান কারওই পছন্দ নয়। আর যতই হাত-পা ঢাকা পোশাক পরে রোদে বের হন, ট্যানকে কোনওভাবেই এড়ানো যায় না। উপরন্ত ট্যান তুলতে কালঘাম ছুটে যায়। বাজারচলতি ট্যান রিমুভ্যাল প্যাক খুব একটা কার্যকর হয় না।

1 / 8
সানস্ক্রিন ছাড়া রোদে বেরোনো উচিত নয়। কিন্তু সানস্ক্রিন মাখার পর যে গায়ে ট্যান পড়বে না, এমনটাও নয়। তাই ট্যান তোলার সহজ উপায় জেনে রাখা দরকার। যেহেতু আগামী দিনে রোদের তেজ আর গরম দুই-ই বাড়বে, তাই প্রাকৃতিক উপায়ে ট্যান তোলার টোটকা জেনে রাখুন।

সানস্ক্রিন ছাড়া রোদে বেরোনো উচিত নয়। কিন্তু সানস্ক্রিন মাখার পর যে গায়ে ট্যান পড়বে না, এমনটাও নয়। তাই ট্যান তোলার সহজ উপায় জেনে রাখা দরকার। যেহেতু আগামী দিনে রোদের তেজ আর গরম দুই-ই বাড়বে, তাই প্রাকৃতিক উপায়ে ট্যান তোলার টোটকা জেনে রাখুন।

2 / 8
ঘরোয়া টোটকায় ট্যান দূর করলে ত্বকের সমস্যা কমবে। প্রাকৃতিক উপাদান দিয়ে ট্যান তুললে ত্বকের জেল্লা বাড়ে। পাশাপাশি ত্বকের উপর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না।

ঘরোয়া টোটকায় ট্যান দূর করলে ত্বকের সমস্যা কমবে। প্রাকৃতিক উপাদান দিয়ে ট্যান তুললে ত্বকের জেল্লা বাড়ে। পাশাপাশি ত্বকের উপর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না।

3 / 8
২ চামচ বেসনের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো এবং পরিমাণমতো কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক মুখের পাশাপাশি হাত-পায়েও মেখে নিন। শুকিয়ে গেলে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। এটি ট্যান দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলবে।

২ চামচ বেসনের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো এবং পরিমাণমতো কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক মুখের পাশাপাশি হাত-পায়েও মেখে নিন। শুকিয়ে গেলে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। এটি ট্যান দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলবে।

4 / 8
আলুর রসে প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে। এটি ত্বকের টোনকে উন্নত করার পাশাপাশি উজ্জ্বল করে তোলে। কাঁচা আলু পেস্ট করে এর রস ছেঁকে নিন। এই আলুর রস সরাসরি ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট বসে থাকুন। এরপর ধুয়ে ফেললেই পেয়ে যাবেন ট্যান মুক্ত ত্বক।

আলুর রসে প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে। এটি ত্বকের টোনকে উন্নত করার পাশাপাশি উজ্জ্বল করে তোলে। কাঁচা আলু পেস্ট করে এর রস ছেঁকে নিন। এই আলুর রস সরাসরি ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট বসে থাকুন। এরপর ধুয়ে ফেললেই পেয়ে যাবেন ট্যান মুক্ত ত্বক।

5 / 8
এক টুকরো পাকা পেঁপে ম্যাশ করে নিন। এতে মধু মিশিয়ে ট্যানের উপর লাগান। এই ফেসপ্যাক ট্যান দূর করার পাশাপাশি ত্বকের প্রদাহ কমাবে এবং অকাল-বার্ধক্যকে প্রতিরোধ করে। দাগছোপহীন নিখুঁত ত্বক এনে দেবে পেঁপে ও মধুর ফেসপ্যাক।

এক টুকরো পাকা পেঁপে ম্যাশ করে নিন। এতে মধু মিশিয়ে ট্যানের উপর লাগান। এই ফেসপ্যাক ট্যান দূর করার পাশাপাশি ত্বকের প্রদাহ কমাবে এবং অকাল-বার্ধক্যকে প্রতিরোধ করে। দাগছোপহীন নিখুঁত ত্বক এনে দেবে পেঁপে ও মধুর ফেসপ্যাক।

6 / 8
চালের গুঁড়ির সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এই এক্সফোলিয়েটিং প্যাক ত্বকে মাখলে ট্যান উঠে যাবে। তবে, এই প্যাক মেখে ৩০ মিনিট বসে থাকতে হবে। এটি ত্বক থেকে মরা কোষ দূর করবে এবং ত্বককে ফর্সা করে তুলবে।

চালের গুঁড়ির সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এই এক্সফোলিয়েটিং প্যাক ত্বকে মাখলে ট্যান উঠে যাবে। তবে, এই প্যাক মেখে ৩০ মিনিট বসে থাকতে হবে। এটি ত্বক থেকে মরা কোষ দূর করবে এবং ত্বককে ফর্সা করে তুলবে।

7 / 8
২ চামচ মুলতানি মাটির সঙ্গে ২-৩ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের প্রদাহ কমায় এবং সমস্ত ময়লা, তেল, ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেবে।

২ চামচ মুলতানি মাটির সঙ্গে ২-৩ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের প্রদাহ কমায় এবং সমস্ত ময়লা, তেল, ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেবে।

8 / 8
Follow Us: