Hair Care Tips: পার্নো মিত্রের মতো চুল পেতে রোজ নিতে হবে চুলের এই যত্ন

Parno Mittra: পার্নোর মতো চুল পেতে হলে চুলের নিয়মিত যত্ন একান্ত আবশ্যক। চুলকে সুন্দর করে তোলার টিপসই আপনাদের জানাবো এই প্রতিবেদনে।

| Updated on: May 24, 2024 | 4:49 PM
টলিউড অভিনেত্রী পার্নো মিত্রের চুল দেখেছেন? সিল্কের মতো ঝকঝকে চুল তাঁর। তাঁর মতো চুলের বাসনা অনেক মহিলারই থাকে।

টলিউড অভিনেত্রী পার্নো মিত্রের চুল দেখেছেন? সিল্কের মতো ঝকঝকে চুল তাঁর। তাঁর মতো চুলের বাসনা অনেক মহিলারই থাকে।

1 / 8
কিন্তু পার্নোর মতো চুল পেতে হলে চুলের নিয়মিত যত্ন একান্ত আবশ্যক। চুলকে সুন্দর করে তোলার টিপসই আপনাদের জানাবো এই প্রতিবেদনে।

কিন্তু পার্নোর মতো চুল পেতে হলে চুলের নিয়মিত যত্ন একান্ত আবশ্যক। চুলকে সুন্দর করে তোলার টিপসই আপনাদের জানাবো এই প্রতিবেদনে।

2 / 8
অফিস-বাজার করতে করতে ধুলোবালিতে অনেকেরই চুলের বারোটা বেজে যায়। বার বার শ্যাম্পু করাও মোটেও ভালো নয়। তাই এই টিপস মেনে চলুন।

অফিস-বাজার করতে করতে ধুলোবালিতে অনেকেরই চুলের বারোটা বেজে যায়। বার বার শ্যাম্পু করাও মোটেও ভালো নয়। তাই এই টিপস মেনে চলুন।

3 / 8
বাইরে যখন যাবেন, তখন সিল্কের স্কার্ফ মাথায় জড়িয়ে রাখতে পারেন। সিল্ক যেহেতু মোলায়েম তাই ধর্ষণে তুল ভাঙার মতো সমস্যা হয় না।

বাইরে যখন যাবেন, তখন সিল্কের স্কার্ফ মাথায় জড়িয়ে রাখতে পারেন। সিল্ক যেহেতু মোলায়েম তাই ধর্ষণে তুল ভাঙার মতো সমস্যা হয় না।

4 / 8
শ্যাম্পু কখনও সরাসরি মাথায় দেবেন না। শ্যাম্পু মাথায় দেওয়ার আগে জল দিয়ে একটু পাতলা করে নিন। তার পর তা চুলে মিশিয়ে ভালো করে মাসাজ করুন।

শ্যাম্পু কখনও সরাসরি মাথায় দেবেন না। শ্যাম্পু মাথায় দেওয়ার আগে জল দিয়ে একটু পাতলা করে নিন। তার পর তা চুলে মিশিয়ে ভালো করে মাসাজ করুন।

5 / 8
শ্যাম্পু করার আগে চুলে তেল লাগান। নারকেল তেল দিয়ে চুলের গোঁড়া মালিশ করুন। এর এক ঘণ্টা পর করুন শ্যাম্পু। শ্যাম্পু ভালো করে ধুয়ে ফেলার পর কন্ডিশনার লাগাবেন।

শ্যাম্পু করার আগে চুলে তেল লাগান। নারকেল তেল দিয়ে চুলের গোঁড়া মালিশ করুন। এর এক ঘণ্টা পর করুন শ্যাম্পু। শ্যাম্পু ভালো করে ধুয়ে ফেলার পর কন্ডিশনার লাগাবেন।

6 / 8
চুল যত্ন সহকারে আঁচড়ানো খুবই গুরুত্বপূর্ণ। ভিজে থাকা চুল আঁচড়াবেন না। শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শ্যাম্পু করার আগে চুল আঁচড়ে নিতে পারেন ভালো করে।

চুল যত্ন সহকারে আঁচড়ানো খুবই গুরুত্বপূর্ণ। ভিজে থাকা চুল আঁচড়াবেন না। শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শ্যাম্পু করার আগে চুল আঁচড়ে নিতে পারেন ভালো করে।

7 / 8
হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, হেয়ার কার্লিং টুলস যত কম ব্যবহার করবেন, ততই ভালো থাকবে আপনার চুল। চুলে কখনও গরম জল লাগতে দেবেন না।

হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, হেয়ার কার্লিং টুলস যত কম ব্যবহার করবেন, ততই ভালো থাকবে আপনার চুল। চুলে কখনও গরম জল লাগতে দেবেন না।

8 / 8
Follow Us: