Dark Knees: বর্ষার ফাটা পা থেকে হাঁটুর কালো দাগ এক নিমেষে ঝকঝকে হবে কফি আর লেবুর গুণেই

Home Remedies: বাজার চলতি ক্রিমের পরিবর্তে বাড়িতেই বানিয়ে নিন এই প্যাক। কফি, লেবু, চিনি দিয়ে বানানো এই প্যাকে পা খুব ভাল পরিষ্কার হবে

| Edited By: | Updated on: Aug 29, 2023 | 9:30 AM
বর্ষার নোংরা জলে পায়ের সমস্যা হয় সবচেয়ে বেশি। চামড়া ফুটো হয়ে যায়, শুকিয়ে যায়, পা ফেটে যায়, চুলকানির সমস্যা হয়। তাই বাইরে থেকে ফিরলে প্রথমেই পা ধুয়ে নিন।

বর্ষার নোংরা জলে পায়ের সমস্যা হয় সবচেয়ে বেশি। চামড়া ফুটো হয়ে যায়, শুকিয়ে যায়, পা ফেটে যায়, চুলকানির সমস্যা হয়। তাই বাইরে থেকে ফিরলে প্রথমেই পা ধুয়ে নিন।

1 / 8
পায়ে সাবান দিয়ে ঘষে তারপর গরম জলে পা চুবিয়ে রাখুন। এতে নোংরা উঠে আসবে, পায়ের চামড়া নরম হবে। পা যদি ময়লা থাকে, চামড়া ফেটে যায় তাহলে দেখতে মোটেই ভাল লাগে না।

পায়ে সাবান দিয়ে ঘষে তারপর গরম জলে পা চুবিয়ে রাখুন। এতে নোংরা উঠে আসবে, পায়ের চামড়া নরম হবে। পা যদি ময়লা থাকে, চামড়া ফেটে যায় তাহলে দেখতে মোটেই ভাল লাগে না।

2 / 8
আর হাঁটুতে কালো দাগ হলে কোনও স্টাইলিশ, ছোট ড্রেস পরা যায় না। সেক্ষেত্রে ভরসা এই ঘরোয়া টোটকা। হাঁটুর কালো দাগ ব্লিচ বা রাসায়নিক কিছু প্রয়োগ করলে তেমন ভাবে ওঠে না যতটা না কাজ হয় এই সব ঘরোয়া টোটকায়।

আর হাঁটুতে কালো দাগ হলে কোনও স্টাইলিশ, ছোট ড্রেস পরা যায় না। সেক্ষেত্রে ভরসা এই ঘরোয়া টোটকা। হাঁটুর কালো দাগ ব্লিচ বা রাসায়নিক কিছু প্রয়োগ করলে তেমন ভাবে ওঠে না যতটা না কাজ হয় এই সব ঘরোয়া টোটকায়।

3 / 8
কফি, বেকিং সোডা সমান পরিমাণে নিয়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে লেবুর রস একটা গোটা লেবুর রস, এর মধ্যে চিনি অথবা নুন এক চামচ মিশিয়ে নিন। এতে পায়ের ময়লা সহজে উঠে আসবে।

কফি, বেকিং সোডা সমান পরিমাণে নিয়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে লেবুর রস একটা গোটা লেবুর রস, এর মধ্যে চিনি অথবা নুন এক চামচ মিশিয়ে নিন। এতে পায়ের ময়লা সহজে উঠে আসবে।

4 / 8
গোড়ালি, পা, হাঁটুতে এই মিশ্রণ খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। বিশেষ করে গোড়ালির কাছে ভাল করে লাগিয়ে নিন। এতে মৃত কোষ উঠে আসবে আর পায়ের ত্বকও নরম হবে।

গোড়ালি, পা, হাঁটুতে এই মিশ্রণ খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। বিশেষ করে গোড়ালির কাছে ভাল করে লাগিয়ে নিন। এতে মৃত কোষ উঠে আসবে আর পায়ের ত্বকও নরম হবে।

5 / 8
এই মিশ্রণ লাগানোর পর লেবুর খোসা দিয়ে ভাল করে ঘষে নিতে ভুলবেন না। এতে ময়লা আরও দ্রুত উঠে আসবে। নখের গোড়া, গোড়ালি আর হাঁটু লেবুর খোসা দিয়ে ভাল করে ঘষুন।

এই মিশ্রণ লাগানোর পর লেবুর খোসা দিয়ে ভাল করে ঘষে নিতে ভুলবেন না। এতে ময়লা আরও দ্রুত উঠে আসবে। নখের গোড়া, গোড়ালি আর হাঁটু লেবুর খোসা দিয়ে ভাল করে ঘষুন।

6 / 8
এবার জল দিয়ে ধুয়ে নিন অথবা একটা ওয়েট টিস্যু দিয়ে মুছে নিন ভাল করে। পুরো স্ক্রাব যাতে সুন্দর করে উঠে আসে সেদিকে নজর রাখুন। ভাল করে ধুয়ে, শুকিয়ে, মুছে নিয়ে হালকা কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

এবার জল দিয়ে ধুয়ে নিন অথবা একটা ওয়েট টিস্যু দিয়ে মুছে নিন ভাল করে। পুরো স্ক্রাব যাতে সুন্দর করে উঠে আসে সেদিকে নজর রাখুন। ভাল করে ধুয়ে, শুকিয়ে, মুছে নিয়ে হালকা কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

7 / 8
কফি, চিনি, নুন এসব খুব ভাল এক্সফোলিয়েশনের কাজ করে। ত্বক থেকে যাবতীয় নোংরা, মৃত কোষ তুলে দেয়। তাই পার্লারে না গিয়ে বাড়িতেই এভাবে হাত-পা ঘষে নিন। দু দিনেই ঝকঝক করবে।

কফি, চিনি, নুন এসব খুব ভাল এক্সফোলিয়েশনের কাজ করে। ত্বক থেকে যাবতীয় নোংরা, মৃত কোষ তুলে দেয়। তাই পার্লারে না গিয়ে বাড়িতেই এভাবে হাত-পা ঘষে নিন। দু দিনেই ঝকঝক করবে।

8 / 8
Follow Us: