Weightloss Paratha: লাউ দিয়ে বানানো এই লাচ্ছা পরোটা খেতে যেমন ভাল তেমনই ওজন কমাতেও সাহায্য করবে
Lauki Paratha: লাউ দিয়ে বানানো এই পরোটাও একই রকম স্বাস্থ্যকর। লাউ এর খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারে খুব ভাল করে গ্রেট করে নিতে হবে। তবে লাউ এর মাঝের অংশ গ্রেট করবেন না। এর মধ্যে এবার স্বাদমতো নুন, ভাজা লঙ্কা-জিরে গুঁড়ো-কালোজিরে-চিনি-কুচনো ধনেপাতা-লঙ্কা কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে
Most Read Stories