এই চায়েই লুকিয়ে আছে আপনার সৌন্দর্যের চাবিকাঠি, এক চুমুকেই পাবেন ঘন চুল

Hair Growth Tips: ডায়েটে এমন কিছু রাখতে হবে, যাতে তা আপনার সৌন্দর্যের চাবিকাঠিও হয়ে ওঠে। ফলে সব দিকেই নজর দেওয়া বিশেষ প্রয়োজন। ডায়েটে কী খাচ্ছেন তার উপর জোর দিন। যদি আপনি পাতলা চুলের সমস্যা নিয়ে নাজেহাল হয়ে থাকেন, তাহলে ডায়েটে আনুন বদল। স্বাস্থ্যকর চুলের অধিকারী হতে চটজলদি সমাধান রয়েছে এখানেই।

| Edited By: | Updated on: Feb 19, 2024 | 4:30 PM
নিজেকে সুস্থ আর ফিট রাখতে ডায়েট মেনেই চলতে হবে। আর সেই ডায়েটেই এমন কিছু রাখতে হবে, যাতে তা আপনার সৌন্দর্যের চাবিকাঠিও হয়ে ওঠে। ফলে সব দিকেই নজর দেওয়া বিশেষ প্রয়োজন।

নিজেকে সুস্থ আর ফিট রাখতে ডায়েট মেনেই চলতে হবে। আর সেই ডায়েটেই এমন কিছু রাখতে হবে, যাতে তা আপনার সৌন্দর্যের চাবিকাঠিও হয়ে ওঠে। ফলে সব দিকেই নজর দেওয়া বিশেষ প্রয়োজন।

1 / 8
ডায়েটে কী খাচ্ছেন তার উপর জোর দিন। যদি আপনি পাতলা চুলের সমস্যা নিয়ে নাজেহাল হয়ে থাকেন, তাহলে ডায়েটে আনুন বদল। স্বাস্থ্যকর চুলের অধিকারী হতে চটজলদি সমাধান রয়েছে এখানেই।

ডায়েটে কী খাচ্ছেন তার উপর জোর দিন। যদি আপনি পাতলা চুলের সমস্যা নিয়ে নাজেহাল হয়ে থাকেন, তাহলে ডায়েটে আনুন বদল। স্বাস্থ্যকর চুলের অধিকারী হতে চটজলদি সমাধান রয়েছে এখানেই।

2 / 8
নিয়মিত ডায়েটে এক কাপ চায়ের জাদুতে চুলের সমস্যা দূর হয়ে যাবে। যদি চুলের সব সমস্যার সমাধান চান, তাহলে এই বিশেষ চা পান করুন নিয়মিত। কয়েক সপ্তাহেই আপনি পরিবর্তন দেখতে পাবেন। দেখে নিন কী এই বিশেষ চা?

নিয়মিত ডায়েটে এক কাপ চায়ের জাদুতে চুলের সমস্যা দূর হয়ে যাবে। যদি চুলের সব সমস্যার সমাধান চান, তাহলে এই বিশেষ চা পান করুন নিয়মিত। কয়েক সপ্তাহেই আপনি পরিবর্তন দেখতে পাবেন। দেখে নিন কী এই বিশেষ চা?

3 / 8
আসলে এটি একটি নেটলেট চা বা স্টিংগিং নেটলেট। এই বিশেষ চা কেন খাবেন, এমন প্রশ্ন মনে জাগতেই পারে। চুল বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুলের গোড়া শক্ত করতে ও ঘন চুলের জন্য গরম গরম এই চা খাওয়া উচিত।

আসলে এটি একটি নেটলেট চা বা স্টিংগিং নেটলেট। এই বিশেষ চা কেন খাবেন, এমন প্রশ্ন মনে জাগতেই পারে। চুল বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুলের গোড়া শক্ত করতে ও ঘন চুলের জন্য গরম গরম এই চা খাওয়া উচিত।

4 / 8
এই চায়ের জন্য শরীরে রক্ত সঞ্চালন খুব ভাল হয়। এর মানে হল চুলের গোড়ায় আরও বেশি পরিমাণে অক্সিজেন ও খনিজ প্রবেশ করে। এই চায়ে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুলের ক্ষতিকারক পদার্থগুলি থেকে মুক্তি পেতে সাহায্য করে।

এই চায়ের জন্য শরীরে রক্ত সঞ্চালন খুব ভাল হয়। এর মানে হল চুলের গোড়ায় আরও বেশি পরিমাণে অক্সিজেন ও খনিজ প্রবেশ করে। এই চায়ে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুলের ক্ষতিকারক পদার্থগুলি থেকে মুক্তি পেতে সাহায্য করে।

5 / 8
শুধু তাই নয়, চুলের মধ্যে ডিএইচটি গঠন করতে ব্যহত করে। এই ডিএইচটির কারণে মহিলা ও পুরুষের মাথায় টাক পড়ে যায়। বিউটি ব্লগাররাও এই উপকারী চা নিয়ে প্রচুর পরামর্শ দেন। উপকারীতা সম্পর্কে বলেন।

শুধু তাই নয়, চুলের মধ্যে ডিএইচটি গঠন করতে ব্যহত করে। এই ডিএইচটির কারণে মহিলা ও পুরুষের মাথায় টাক পড়ে যায়। বিউটি ব্লগাররাও এই উপকারী চা নিয়ে প্রচুর পরামর্শ দেন। উপকারীতা সম্পর্কে বলেন।

6 / 8
এতে রয়েছে ভিটামিন এ, সি, কে, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন ও ক্লোরোফিল। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যে বাড়িতেই কি সহজে বানানো যাবে এই চা?

এতে রয়েছে ভিটামিন এ, সি, কে, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন ও ক্লোরোফিল। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যে বাড়িতেই কি সহজে বানানো যাবে এই চা?

7 / 8
আসলে আপনি বাড়িতে বানাতে পারবেন না। নেট দুনিয়াতে অর্ডার করলেই মিলবে নেটলেট চা। অ্যামাজন বা যে কোনও অনলাইন ই-কমার্স সাইট কিংবা শপিং মলের গ্রসারি স্টোরে এই চায়ের প্যাকেট পাবেন। সেখান থেকেই কিনে ফেলুন।

আসলে আপনি বাড়িতে বানাতে পারবেন না। নেট দুনিয়াতে অর্ডার করলেই মিলবে নেটলেট চা। অ্যামাজন বা যে কোনও অনলাইন ই-কমার্স সাইট কিংবা শপিং মলের গ্রসারি স্টোরে এই চায়ের প্যাকেট পাবেন। সেখান থেকেই কিনে ফেলুন।

8 / 8
Follow Us: