Vegetable Peels: চাটনি থেকে স্যুপ—যে সব রান্নায় কাজে আসবে সবজি খোসা, ফেলে দেওয়ার আগে জেনে নিন
Kitchen Tips: বেশিরভাগ ক্ষেত্রেই সবজির খোসা ছাড়িয়ে ফেলে দেওয়া হয়। কিন্তু সবজির খোসা জমিয়ে রাখলে কী লাভ, জানেন? সবজির খোসা ধুয়ে তুলে রাখতে পারেন। সবজির খোসাতেও ফাইবার, ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই সবজির খোসা দিয়ে আপনি বিভিন্ন পদ রেঁধে ফেলতে পারেন।
Most Read Stories