Aam-Bhapa Ilish Recipe: আমের মরসুমে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আম-ভাপা ইলিশ, রইল রেসিপি

Aam-Bhapa Ilish: আরও লাগবে আধ চা-চামচ কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন। এবং পরিমাণমতো সর্ষের তেল,২ চা-চামচ সাদা সর্ষে , ১টি কাঁচা আম, ২ টেবিল চামচ কালো সর্ষে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো।

| Edited By: | Updated on: Jun 11, 2023 | 5:18 PM
ইলিশ মানেই বাঙালির জিভে জল। ইলিশের মতোই বাঙালির আরও এক প্রিয় খাবার হল আম। আর এই আম আর ইলিশের যুগলবন্দীতে তৈরি হয় দারুন এক পদ।

ইলিশ মানেই বাঙালির জিভে জল। ইলিশের মতোই বাঙালির আরও এক প্রিয় খাবার হল আম। আর এই আম আর ইলিশের যুগলবন্দীতে তৈরি হয় দারুন এক পদ।

1 / 8
 ইলিশের ঝোল, ঝাল তো অনেক খেলেন। এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আম ভাপা ইলিশ। খুব সহজেই তৈরি হবে এই পদ। জানুন রেসিপি।

ইলিশের ঝোল, ঝাল তো অনেক খেলেন। এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আম ভাপা ইলিশ। খুব সহজেই তৈরি হবে এই পদ। জানুন রেসিপি।

2 / 8
এই পদ বানাতে লাগবে ৫-৬ টুকরো ইলিশ মাছ,২ চা-চামচ সাদা সর্ষে , ১টি কাঁচা আম, ২ টেবিল চামচ কালো সর্ষে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো।

এই পদ বানাতে লাগবে ৫-৬ টুকরো ইলিশ মাছ,২ চা-চামচ সাদা সর্ষে , ১টি কাঁচা আম, ২ টেবিল চামচ কালো সর্ষে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো।

3 / 8
 আরও লাগবে আধ চা-চামচ কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন। এবং পরিমাণমতো সর্ষের তেল।

আরও লাগবে আধ চা-চামচ কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন। এবং পরিমাণমতো সর্ষের তেল।

4 / 8
মাছগুলো ভাল করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিন। অন্যদিকে আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন।

মাছগুলো ভাল করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিন। অন্যদিকে আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন।

5 / 8
সাদা সর্ষে ও  কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে বেটে নিন। কড়াইয়ে তেল গরম করতে দিন। এবং তাতে কালো জিরে ফোড়ন দিন। এবার তেলের মধ্যে টুকরো করে রাখা আমগুলি দিয়ে দিন।

সাদা সর্ষে ও কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে বেটে নিন। কড়াইয়ে তেল গরম করতে দিন। এবং তাতে কালো জিরে ফোড়ন দিন। এবার তেলের মধ্যে টুকরো করে রাখা আমগুলি দিয়ে দিন।

6 / 8
এরপর একে-একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে জল ঢেলে ফুটতে দিন। আম সেদ্ধ হয়ে আসলে ছাঁকনিতে সর্ষে বাটা ছেঁকে নিয়ে মেশান।

এরপর একে-একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে জল ঢেলে ফুটতে দিন। আম সেদ্ধ হয়ে আসলে ছাঁকনিতে সর্ষে বাটা ছেঁকে নিয়ে মেশান।

7 / 8
এবার তাতে নুন-হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিন। একটু ভাল করে নাড়াচাড়া করে ফুটতে দিন। ফুটে গেলে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখলেই তৈরি আপনার আম ভাপা ইলিশ।

এবার তাতে নুন-হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিন। একটু ভাল করে নাড়াচাড়া করে ফুটতে দিন। ফুটে গেলে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখলেই তৈরি আপনার আম ভাপা ইলিশ।

8 / 8
Follow Us: