প্রেসার কুকারে ভাত করলে ঝরঝরে হয় না? এই কৌশল মেনে দেখুন তো
Cooking Tips: অনেক সময় চটজলদি করার আশায় প্রেসার কুকারে ভাত করে ফেলেন। কিন্তু সেই ভাত কোনও মতেই ঝুরঝুরে হতে চায় না। অনেক রকমভাবে করে দেখেছেন, সেই নয় বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, আর না হয় একদম একটার সঙ্গে আরেকটা চিপকে গিয়েছে। তাহলে উপায় কী?
Most Read Stories