Garlic Hair Care: মাথায় পেঁয়াজের রস মেখে খুব বেশি উপকার পাননি? এবার রসুনের তেল বানিয়ে চুলে লাগান

Hair Care Tips: পেঁয়াজ যে চুলের হাজারো সমস্যা এক নিমেষে সমাধান করে দিতে পারে, তা আর কারও অজানা নয়। চুলের বৃদ্ধি ঘটাতে এবং চুল পড়া কমাতে কার্যকর পেঁয়াজের রস ও তেল। কিন্তু পেঁয়াজের মতো কার্যকর আরও একটি উপাদান রয়েছে। তা হল, রসুনের তেল। এটিও চুলের যত্ন নেয়।

| Edited By: | Updated on: Dec 02, 2023 | 2:46 PM
পেঁয়াজ যে চুলের হাজারো সমস্যা এক নিমেষে সমাধান করে দিতে পারে, তা আর কারও অজানা নয়। চুলের বৃদ্ধি ঘটাতে এবং চুল পড়া কমাতে কার্যকর পেঁয়াজের রস ও তেল। কিন্তু পেঁয়াজের মতো কার্যকর আরও একটি উপাদান রয়েছে। তা হল, রসুন।

পেঁয়াজ যে চুলের হাজারো সমস্যা এক নিমেষে সমাধান করে দিতে পারে, তা আর কারও অজানা নয়। চুলের বৃদ্ধি ঘটাতে এবং চুল পড়া কমাতে কার্যকর পেঁয়াজের রস ও তেল। কিন্তু পেঁয়াজের মতো কার্যকর আরও একটি উপাদান রয়েছে। তা হল, রসুন।

1 / 8
খাবারে স্বাদ জোগানোর পাশাপাশি দেহে ইমিউনিটি বৃদ্ধিতেও সাহায্য করে রসুন। একইভাবে, চুলের সমস্যার সমাধান করে রসুন। রসুনের তেল স্ক্যাল্পে চুল জোগায় এবং চুলের বৃদ্ধি ঘটায়। 

খাবারে স্বাদ জোগানোর পাশাপাশি দেহে ইমিউনিটি বৃদ্ধিতেও সাহায্য করে রসুন। একইভাবে, চুলের সমস্যার সমাধান করে রসুন। রসুনের তেল স্ক্যাল্পে চুল জোগায় এবং চুলের বৃদ্ধি ঘটায়। 

2 / 8
রসুনের মধ্যে সালফার রয়েছে, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি রসুনের তেল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে এবং চুলের ফলিকলে পুষ্টি জোগায়।

রসুনের মধ্যে সালফার রয়েছে, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি রসুনের তেল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে এবং চুলের ফলিকলে পুষ্টি জোগায়।

3 / 8
রসুনের হেয়ার অয়েলে এমন বেশ কিছু উপাদান রয়েছে, যা চুল পড়া কমায়। পাশাপাশি স্প্লিট এন্ডের সমস্যা কমায়। প্রতিদিন রসুনের তেল ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়।

রসুনের হেয়ার অয়েলে এমন বেশ কিছু উপাদান রয়েছে, যা চুল পড়া কমায়। পাশাপাশি স্প্লিট এন্ডের সমস্যা কমায়। প্রতিদিন রসুনের তেল ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়।

4 / 8
শীতকালে খুশকির সমস্যা খুব সাধারণ। কিন্তু রসুনের তেল মাখলে এই সমস্যা দেখা দেবে না। রসুনের তেলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, স্ক্যাল্পে খুশকি ও চুলকানির সমস্যা দূর করে। স্ক্যাল্পে আর্দ্রতা বজায় রাখে। 

শীতকালে খুশকির সমস্যা খুব সাধারণ। কিন্তু রসুনের তেল মাখলে এই সমস্যা দেখা দেবে না। রসুনের তেলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, স্ক্যাল্পে খুশকি ও চুলকানির সমস্যা দূর করে। স্ক্যাল্পে আর্দ্রতা বজায় রাখে। 

5 / 8
শীতকালে চুলের আর্দ্রতা কমে যায়। এতে চুল শুষ্ক ও নিস্তেজ দেখায়। এই অবস্থায় রসুনের তেল মাখলে চুলের জেল্লা বাড়ে। এই তেল চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। 

শীতকালে চুলের আর্দ্রতা কমে যায়। এতে চুল শুষ্ক ও নিস্তেজ দেখায়। এই অবস্থায় রসুনের তেল মাখলে চুলের জেল্লা বাড়ে। এই তেল চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। 

6 / 8
বাজারে সচরাচর রসুন তেল কিনতে পাওয়া যায় না। তাই বাড়িতেই বানাতে পারেন রসুনের হেয়ার অয়েল। এতে পকেটও বাঁচবে এবং চুলেরও উপকার হবে। বাড়িতে কীভাবে রসুন তেল বানাবেন, রইল টিপস।

বাজারে সচরাচর রসুন তেল কিনতে পাওয়া যায় না। তাই বাড়িতেই বানাতে পারেন রসুনের হেয়ার অয়েল। এতে পকেটও বাঁচবে এবং চুলেরও উপকার হবে। বাড়িতে কীভাবে রসুন তেল বানাবেন, রইল টিপস।

7 / 8
একটা কাচের শিশিতে নারকেল তেল ভরে নিন। এতে কয়েকটা রসুনের কোয়া থেঁতো করে মিশিয়ে দিন। এবার এই তেলটা শীতের রোদে বসিয়ে রাখুন। কয়েক দিন এভাবে রাখলেই তৈরি হয়ে যাবে রসুনের তেল। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই তেল মাখতে পারেন। এছাড়া রাতেও চুলে এই তেল মাখতে পারেন। 

একটা কাচের শিশিতে নারকেল তেল ভরে নিন। এতে কয়েকটা রসুনের কোয়া থেঁতো করে মিশিয়ে দিন। এবার এই তেলটা শীতের রোদে বসিয়ে রাখুন। কয়েক দিন এভাবে রাখলেই তৈরি হয়ে যাবে রসুনের তেল। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই তেল মাখতে পারেন। এছাড়া রাতেও চুলে এই তেল মাখতে পারেন। 

8 / 8
Follow Us: