থ্রেডিং, ওয়াক্সিং, রেজ়ার ছেড়ে প্রাকৃতিক উপায়ে মুখের লোম তুলুন

Facial Hair Remove: অবাঞ্চিত লোম কারও পছন্দ নয়। কিন্তু পার্লারে গিয়ে থ্রেডিং বা ওয়াক্সিং করানো বেশ কষ্টকর। থ্রেডিং, ওয়াক্সিং ও রেজ়ারের ব্যবহার ছেড়ে একদম প্রাকৃতিক উপায়ে মুখের অবাঞ্চিত লোম তুলুন। ঠোঁটের উপর, দু'গাল ও আইব্রোর অবাঞ্চিত লোম তুলতে ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করুন। এতে লোমও পরিষ্কার হবে এবং ত্বকও ভাল থাকবে।

| Updated on: Jan 30, 2024 | 2:46 PM
অবাঞ্চিত লোম কারও পছন্দ নয়। কিন্তু পার্লারে গিয়ে থ্রেডিং করা বেশ কষ্টকর। অনেক সময় থ্রেডিং করার পর ত্বকে র‍্যাশ বেরিয়ে যায়, মুখভর্তি ব্রণ দেখা দেয়। তাই থ্রেডিং ছাড়া অবাঞ্চিত লোম তোলার বিকল্প উপায় খুঁজে রাখা দরকার।

অবাঞ্চিত লোম কারও পছন্দ নয়। কিন্তু পার্লারে গিয়ে থ্রেডিং করা বেশ কষ্টকর। অনেক সময় থ্রেডিং করার পর ত্বকে র‍্যাশ বেরিয়ে যায়, মুখভর্তি ব্রণ দেখা দেয়। তাই থ্রেডিং ছাড়া অবাঞ্চিত লোম তোলার বিকল্প উপায় খুঁজে রাখা দরকার।

1 / 8
আজকাল ফেস ওয়াক্সিং ও রেজ়ার ব্যবহারের প্রচলন বেড়েছে। কিন্তু ওয়াক্সিংও বেদনাদায়ক। আর রেজ়ার ব্যবহার করলে ত্বক কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মুখে ফুসকুড়ি বা ব্রণ থাকলে রেজ়ার ব্যবহার না করাই ভাল।

আজকাল ফেস ওয়াক্সিং ও রেজ়ার ব্যবহারের প্রচলন বেড়েছে। কিন্তু ওয়াক্সিংও বেদনাদায়ক। আর রেজ়ার ব্যবহার করলে ত্বক কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মুখে ফুসকুড়ি বা ব্রণ থাকলে রেজ়ার ব্যবহার না করাই ভাল।

2 / 8
থ্রেডিং, ওয়াক্সিং ও রেজ়ারের ব্যবহার ছেড়ে একদম প্রাকৃতিক উপায়ে মুখের অবাঞ্চিত লোম তুলুন। ঠোঁটের উপর, দু'গাল ও আইব্রোর অবাঞ্চিত লোম তুলতে ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করুন। এতে লোমও পরিষ্কার হবে এবং ত্বকও ভাল থাকবে।

থ্রেডিং, ওয়াক্সিং ও রেজ়ারের ব্যবহার ছেড়ে একদম প্রাকৃতিক উপায়ে মুখের অবাঞ্চিত লোম তুলুন। ঠোঁটের উপর, দু'গাল ও আইব্রোর অবাঞ্চিত লোম তুলতে ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করুন। এতে লোমও পরিষ্কার হবে এবং ত্বকও ভাল থাকবে।

3 / 8
দুধ বা জলের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্ট অবাঞ্চিত লোমের উপর লাগান। পেস্ট শুকনো হয়ে গেলে হাত দিয়ে ঘষে তুলে ফেলুন। লোমের অভিমুখে ঘষবেন। নিয়মিত এই টোটকা ব্যবহার করলে লোমের আধিক্য কমে যাবে।

দুধ বা জলের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্ট অবাঞ্চিত লোমের উপর লাগান। পেস্ট শুকনো হয়ে গেলে হাত দিয়ে ঘষে তুলে ফেলুন। লোমের অভিমুখে ঘষবেন। নিয়মিত এই টোটকা ব্যবহার করলে লোমের আধিক্য কমে যাবে।

4 / 8
বেসনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে মাখুন। শুকিয়ে গেলে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। বেসন ত্বককে এক্সফোলিয়েট করে এবং গোলাপ জল ত্বকে সতেজতা আনে। 

বেসনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে মাখুন। শুকিয়ে গেলে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। বেসন ত্বককে এক্সফোলিয়েট করে এবং গোলাপ জল ত্বকে সতেজতা আনে। 

5 / 8
ডিমের সাদা অংশ মুখে লাগান। শুকিয়ে গেলে পিল-অফ মাস্কের মতো করে এই ফেসপ্যাক তুলে ফেলুন। তৈলাক্ত ত্বকে এই ফেসপ্যাক দুর্দান্ত কাজ করে। এতে ফেসিয়াল হেয়ার দূর হওয়ার পাশাপাশি ত্বক টানটান হয়ে ওঠে।

ডিমের সাদা অংশ মুখে লাগান। শুকিয়ে গেলে পিল-অফ মাস্কের মতো করে এই ফেসপ্যাক তুলে ফেলুন। তৈলাক্ত ত্বকে এই ফেসপ্যাক দুর্দান্ত কাজ করে। এতে ফেসিয়াল হেয়ার দূর হওয়ার পাশাপাশি ত্বক টানটান হয়ে ওঠে।

6 / 8
পাকা পেঁপে মিক্সিতে পেস্ট করে নিন। এতে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে মুখে মালিশ করুন। এবার ১৫-২০ মিনিট বসে অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে ফেললেই অবাঞ্চিত লোম দূর হয়ে যাবে। তার সঙ্গে ত্বকের সমস্যা কমবে।

পাকা পেঁপে মিক্সিতে পেস্ট করে নিন। এতে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে মুখে মালিশ করুন। এবার ১৫-২০ মিনিট বসে অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে ফেললেই অবাঞ্চিত লোম দূর হয়ে যাবে। তার সঙ্গে ত্বকের সমস্যা কমবে।

7 / 8
এক চামচ চিনির সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে ফেস স্ক্রাব বানিয়ে নিন। এই ফেস স্ক্রাব সার্কুলার মোশনে মুখে উপর ঘষুন। লেবুর রস ত্বকে প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে এবং চিনি ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। 

এক চামচ চিনির সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে ফেস স্ক্রাব বানিয়ে নিন। এই ফেস স্ক্রাব সার্কুলার মোশনে মুখে উপর ঘষুন। লেবুর রস ত্বকে প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে এবং চিনি ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। 

8 / 8
Follow Us: