Skin Care: মুখ জেল্লাদার করে তুলতেও চায়ের জুড়ি নেই, কীভাবে জানুন

Tea water: কারও ত্বক শুষ্ক তো কারও ত্বক তৈলাক্ত ও সংবেদনশীল। সব ধরনের চা সব ত্বকের জন্য কার্যকরী নয়। তাই ত্বকের প্রকার অনুযায়ী ত্বক পরিচর্যার জন্য সঠিক চা নির্বাচন করতে হবে। যেমন, গ্রিন টি-তে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। আবার অকাল বার্ধক্য আটকাতে ব্ল্যাক টি খুব কার্যকরী।

| Updated on: Feb 20, 2024 | 9:01 AM
চায়ের অনেক উপকার রয়েছে। বিশেষত, পাতা চা এবং গ্রিন চায়ের জুড়ি নেই। এটা স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই ত্বকের জন্যও খুব কার্যকরী। তাই চা-কে প্রাকৃতিক ওষুধ বলা যায়। চা পাতা বা চা গুঁড়ো ভেজানো জল দিয়েই ত্বক করে তুলতে পারেন টানটান, উজ্জ্বল

চায়ের অনেক উপকার রয়েছে। বিশেষত, পাতা চা এবং গ্রিন চায়ের জুড়ি নেই। এটা স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই ত্বকের জন্যও খুব কার্যকরী। তাই চা-কে প্রাকৃতিক ওষুধ বলা যায়। চা পাতা বা চা গুঁড়ো ভেজানো জল দিয়েই ত্বক করে তুলতে পারেন টানটান, উজ্জ্বল

1 / 8
কারও ত্বক শুষ্ক তো কারও ত্বক তৈলাক্ত ও সংবেদনশীল। সব ধরনের চা সব ত্বকের জন্য কার্যকরী নয়। তাই ত্বকের প্রকার অনুযায়ী ত্বক পরিচর্যার জন্য সঠিক চা নির্বাচন করতে হবে। যেমন, গ্রিন টি-তে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। আবার অকাল বার্ধক্য আটকাতে ব্ল্যাক টি খুব কার্যকরী

কারও ত্বক শুষ্ক তো কারও ত্বক তৈলাক্ত ও সংবেদনশীল। সব ধরনের চা সব ত্বকের জন্য কার্যকরী নয়। তাই ত্বকের প্রকার অনুযায়ী ত্বক পরিচর্যার জন্য সঠিক চা নির্বাচন করতে হবে। যেমন, গ্রিন টি-তে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। আবার অকাল বার্ধক্য আটকাতে ব্ল্যাক টি খুব কার্যকরী

2 / 8
এক কাপ গরম জলে টি ব্যাগ ভেজান অথবা গুঁড়ো চা ভিজিয়ে কয়েক মিনিট রাখুন। তারপর সেই চা ছেঁকে নিতে হবে। এরপর সেটা ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে এনে মুখে লাগান। কাপড় বা তুলো ওই চায়ের জলে ভিজিয়ে মুখে লাগান

এক কাপ গরম জলে টি ব্যাগ ভেজান অথবা গুঁড়ো চা ভিজিয়ে কয়েক মিনিট রাখুন। তারপর সেই চা ছেঁকে নিতে হবে। এরপর সেটা ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে এনে মুখে লাগান। কাপড় বা তুলো ওই চায়ের জলে ভিজিয়ে মুখে লাগান

3 / 8
চা ভেজানো জল লাগানোর আগে ভাল করে মুখ ধুয়ে নিন। জল দিয়ে বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন, যাতে ত্বকের কোষে ময়লা আটকে না থাকে। চা-জলের সঙ্গে ফেসওয়াশ মিশিয়েও মুখ ধুতে পারেন

চা ভেজানো জল লাগানোর আগে ভাল করে মুখ ধুয়ে নিন। জল দিয়ে বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন, যাতে ত্বকের কোষে ময়লা আটকে না থাকে। চা-জলের সঙ্গে ফেসওয়াশ মিশিয়েও মুখ ধুতে পারেন

4 / 8
ভাল করে মুখ ধোয়ার পর শুকনো তোয়ালে দিয়ে মুছে নিন। এবার এক টুকরো কাপড় বা তুলোর বল চা ভেজানো জলে ডুবিয়ে সেটা মুখে ঘষুন। মুখের সঙ্গে গলা, ঘাড়েও ওই তুলোর বল বা চায়ে ভেজানো কাপড় দিয়ে পরিষ্কার করুন

ভাল করে মুখ ধোয়ার পর শুকনো তোয়ালে দিয়ে মুছে নিন। এবার এক টুকরো কাপড় বা তুলোর বল চা ভেজানো জলে ডুবিয়ে সেটা মুখে ঘষুন। মুখের সঙ্গে গলা, ঘাড়েও ওই তুলোর বল বা চায়ে ভেজানো কাপড় দিয়ে পরিষ্কার করুন

5 / 8
চা ভেজানো জল দিয়ে মুখ পরিষ্কার করার পর তুলোর বল দিয়ে ম্যাসাজ করুন। চায়ের জলে তুলোর বল ডুবিয়ে গোটা মুখে একদিক থেকে অন্যদিকে ঘোরান। এর ফলে গোটা মুখে রক্ত সঞ্চালন ভাল হবে

চা ভেজানো জল দিয়ে মুখ পরিষ্কার করার পর তুলোর বল দিয়ে ম্যাসাজ করুন। চায়ের জলে তুলোর বল ডুবিয়ে গোটা মুখে একদিক থেকে অন্যদিকে ঘোরান। এর ফলে গোটা মুখে রক্ত সঞ্চালন ভাল হবে

6 / 8
চা ভেজানো জল দিয়ে মুখ ম্যাসাজ করার পরই মুখ মুছে নেবেন না। চায়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে তরতাজা করে তোলে। এছাড়া চায়ের মধ্যে পলিফেনল উপাদান থাকে, যা মুখের লালভাব, ব়্যাশ দূর করতে সাহায্য করে

চা ভেজানো জল দিয়ে মুখ ম্যাসাজ করার পরই মুখ মুছে নেবেন না। চায়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে তরতাজা করে তোলে। এছাড়া চায়ের মধ্যে পলিফেনল উপাদান থাকে, যা মুখের লালভাব, ব়্যাশ দূর করতে সাহায্য করে

7 / 8
চা ভেজানো জল দিয়ে ম্যাসাজ করার বেশ কিছুক্ষণ পর শুকনো তোয়ালে দিয়ে মুখ মুখে নিন। তারপর যদি ত্বকে টান ধরে তাহলে হালকা ময়শ্চারাইজার জাতীয় ক্রিম লাগাতে পারেন। রোজ রাতে ঘুমানোর আগে এটা করলে অকাল বার্ধক্য কাটিয়ে ত্বক হয়ে উঠবে টানটান

চা ভেজানো জল দিয়ে ম্যাসাজ করার বেশ কিছুক্ষণ পর শুকনো তোয়ালে দিয়ে মুখ মুখে নিন। তারপর যদি ত্বকে টান ধরে তাহলে হালকা ময়শ্চারাইজার জাতীয় ক্রিম লাগাতে পারেন। রোজ রাতে ঘুমানোর আগে এটা করলে অকাল বার্ধক্য কাটিয়ে ত্বক হয়ে উঠবে টানটান

8 / 8
Follow Us: