Monsoon Skin Care: বর্ষায় হাত-পা পরিষ্কার ঝকঝকে রাখুন ঘরোয়া এই উপকরণেই

Homemade Scrub: হলুদ, কফি, চিনি দিয়ে এই স্ক্রাব বানিয়ে কৌটোতে করে রেখে দিন ফ্রিজে। সপ্তাহে একদিন করে লাগিয়ে নিলেই অনেক কাজ হবে। হাত-পা পরিষ্কার থাকবে

| Edited By: | Updated on: Jun 28, 2023 | 9:30 AM
আমরা মুখের যত্ন যেভাবে নিই সেইভাবে হাত-পায়ের যত্ন নেওয়া হয় না। এদিকে বর্ষায় হাতে-পায়ে নোংরা জল লাগে সবথেকে বেশি। সেই  সঙ্গে ইনফেকশনেরও ভয় থেকে যায়।

আমরা মুখের যত্ন যেভাবে নিই সেইভাবে হাত-পায়ের যত্ন নেওয়া হয় না। এদিকে বর্ষায় হাতে-পায়ে নোংরা জল লাগে সবথেকে বেশি। সেই সঙ্গে ইনফেকশনেরও ভয় থেকে যায়।

1 / 8
নোংরা জল কাদায় নানা রকম সংক্রমণেরও সম্ভাবনা থাকে। হাত-পায়ের চামড়া উঠে যায়। পায়ে কালো দাগ হয়ে যায়। এই সময় ত্বকের সমস্যাও বাড়ে। সব সময় পার্লারে গিয়ে রূপচর্চা করা সম্ভব হয় না। পেডিকিওর, ম্যানিকিওরের সুযোগও বিশেষ থাকে না।

নোংরা জল কাদায় নানা রকম সংক্রমণেরও সম্ভাবনা থাকে। হাত-পায়ের চামড়া উঠে যায়। পায়ে কালো দাগ হয়ে যায়। এই সময় ত্বকের সমস্যাও বাড়ে। সব সময় পার্লারে গিয়ে রূপচর্চা করা সম্ভব হয় না। পেডিকিওর, ম্যানিকিওরের সুযোগও বিশেষ থাকে না।

2 / 8
তাই বাড়িতেই বানিয়ে রেখে দিন এই প্যাক। সপ্তাহে একদিন এই প্যাক লাগালেই কাজে আসবে। এই প্যাক বানিয়ে ১৫- ১ মাস পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। আর এতে ত্বকের পি-এইচ ব্যালেন্সও ঠিক থাকে।

তাই বাড়িতেই বানিয়ে রেখে দিন এই প্যাক। সপ্তাহে একদিন এই প্যাক লাগালেই কাজে আসবে। এই প্যাক বানিয়ে ১৫- ১ মাস পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। আর এতে ত্বকের পি-এইচ ব্যালেন্সও ঠিক থাকে।

3 / 8
এই টোটকায় হাঁটু, কনুইয়ের কালো দাগ উঠে যাবে। অ্যালার্জির সমস্যাও হবে না। ঘামাচির হাত থেকে সহজে মুক্তি পেতে পারবেন। গা-হাত-পা পরিষ্কার করতে সাবান তো ব্যবহার করা হয়ই। তবে সাবান আমাদের ত্বক একদম ভিতর থেকে পরিষ্কার করতে পারে না।

এই টোটকায় হাঁটু, কনুইয়ের কালো দাগ উঠে যাবে। অ্যালার্জির সমস্যাও হবে না। ঘামাচির হাত থেকে সহজে মুক্তি পেতে পারবেন। গা-হাত-পা পরিষ্কার করতে সাবান তো ব্যবহার করা হয়ই। তবে সাবান আমাদের ত্বক একদম ভিতর থেকে পরিষ্কার করতে পারে না।

4 / 8
এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কফি গুঁড়ো শুকনো কড়াইতে নেড়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না তা কালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন।

এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কফি গুঁড়ো শুকনো কড়াইতে নেড়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না তা কালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন।

5 / 8
এক চামচ চিনি আর তিনটে কর্পূর দিয়ে খুব ভাল করে গুঁড়ো করে নিতে হবে। চিনি-কর্পূরের গুঁড়োর সঙ্গে হলুদ-কফির গুঁড়ো মিশিয়ে নিতে হবে।

এক চামচ চিনি আর তিনটে কর্পূর দিয়ে খুব ভাল করে গুঁড়ো করে নিতে হবে। চিনি-কর্পূরের গুঁড়োর সঙ্গে হলুদ-কফির গুঁড়ো মিশিয়ে নিতে হবে।

6 / 8
এবার এর মধ্যে তিন চামচ নারকেল তেল মিশিয়ে নিতে হবে। সব মিলিয়ে খুব ভাল একটা স্ক্রাব তৈরি হয়ে যাবে। এবার দেখে নিন কী ভাবে লাগাবেন।

এবার এর মধ্যে তিন চামচ নারকেল তেল মিশিয়ে নিতে হবে। সব মিলিয়ে খুব ভাল একটা স্ক্রাব তৈরি হয়ে যাবে। এবার দেখে নিন কী ভাবে লাগাবেন।

7 / 8
শুকনো নয়, এই প্যাক ভেজা অবস্থাতে লাগালে সবচাইতে ভাল কাজ হবে। গায়ে কয়েক চামচ জল ঢেলে তারপর এই প্যাক লাগিয়ে রাখুন। এরপর তা ২০ মিনিট রেখে শুকনো করে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন হাত-পা আগের চাইতে অনেক ভাল পরিষ্কার হয়ে যাবে।

শুকনো নয়, এই প্যাক ভেজা অবস্থাতে লাগালে সবচাইতে ভাল কাজ হবে। গায়ে কয়েক চামচ জল ঢেলে তারপর এই প্যাক লাগিয়ে রাখুন। এরপর তা ২০ মিনিট রেখে শুকনো করে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন হাত-পা আগের চাইতে অনেক ভাল পরিষ্কার হয়ে যাবে।

8 / 8
Follow Us: