Hair Fall Remedy: প্রসাধনী নয়, চুল ওঠা সমস্যার সমাধান রান্নাঘরের জিনিসেই

Kitchen Ingredients: কিন্তু বিভিন্ন পণ্যের পিছনে ছুটতে গিয়ে আমরা অবহেলা করি আমাদের ঘরে থাকা বিভিন্ন জিনিসকে। আমাদের রান্নাঘরেই নিত্য এমন কিছু জিনিস রয়েছে, যার দ্বারা হতে পারে চুল পড়া সমস্যার স্থায়ী সমাধান।

| Updated on: Mar 27, 2024 | 4:40 PM
চুল পড়ার সমস্যায় জেরবার থাকেন অনেক মহিলাই। এর জন্য অনেকে বিভিন্ন রকম প্রসাধনীর শরণাপন্ন হন। কিন্তু তা করেও সমস্যার সুরাহা হয় না।

চুল পড়ার সমস্যায় জেরবার থাকেন অনেক মহিলাই। এর জন্য অনেকে বিভিন্ন রকম প্রসাধনীর শরণাপন্ন হন। কিন্তু তা করেও সমস্যার সুরাহা হয় না।

1 / 9
কিন্তু বিভিন্ন পণ্যের পিছনে ছুটতে গিয়ে আমরা অবহেলা করি আমাদের ঘরে থাকা বিভিন্ন জিনিসকে। আমাদের রান্নাঘরেই নিত্য এমন কিছু জিনিস রয়েছে, যার দ্বারা হতে পারে চুল পড়া সমস্যার স্থায়ী সমাধান।

কিন্তু বিভিন্ন পণ্যের পিছনে ছুটতে গিয়ে আমরা অবহেলা করি আমাদের ঘরে থাকা বিভিন্ন জিনিসকে। আমাদের রান্নাঘরেই নিত্য এমন কিছু জিনিস রয়েছে, যার দ্বারা হতে পারে চুল পড়া সমস্যার স্থায়ী সমাধান।

2 / 9
নারকেল তেল চুলের জন্য মোক্ষম দাওয়াই। এই তেল যেমন চুলে পুষ্টি জোগায়, তেমনই চুলের গোঁড়া শক্ত করে। এই দুই কাজ হয়ে চুল ওঠার সমস্যা থাকবে না।

নারকেল তেল চুলের জন্য মোক্ষম দাওয়াই। এই তেল যেমন চুলে পুষ্টি জোগায়, তেমনই চুলের গোঁড়া শক্ত করে। এই দুই কাজ হয়ে চুল ওঠার সমস্যা থাকবে না।

3 / 9

অ্যালোভেরাও চুলের স্বাস্থ্যের খেয়াল রাখে। অ্যালোভেরা জেল স্কাল্পকে শক্ত করে চুল পড়ার সমস্যা রুখে দেয়।

অ্যালোভেরাও চুলের স্বাস্থ্যের খেয়াল রাখে। অ্যালোভেরা জেল স্কাল্পকে শক্ত করে চুল পড়ার সমস্যা রুখে দেয়।

4 / 9
পেঁয়াজের রস চুলের ওঠার সমস্যায় মোক্ষম অস্ত্র। সালফার সমৃদ্ধ পেঁয়াজের রস নিয়মিত মাথায় লাগালে চুলের গোঁড়ায় রক্ত সঞ্চালন বাড়ে। এতে চুলের গোঁড়া হয় মজবুত। অল্পদিনে ব্যবহারেই চুল ওঠার সমস্যায় সুফল পেতে পারেন।

পেঁয়াজের রস চুলের ওঠার সমস্যায় মোক্ষম অস্ত্র। সালফার সমৃদ্ধ পেঁয়াজের রস নিয়মিত মাথায় লাগালে চুলের গোঁড়ায় রক্ত সঞ্চালন বাড়ে। এতে চুলের গোঁড়া হয় মজবুত। অল্পদিনে ব্যবহারেই চুল ওঠার সমস্যায় সুফল পেতে পারেন।

5 / 9
শুধু শরীরে প্রোটিনের চাহিদা মেটানো নয়। চুল ভালো রাখতেও ডিমের গুরুত্ব অপরিসীম। ডিম দিয়ে হেয়ার মাস্ক বানিয়ে ব্যবহার করুন। চুল ওঠার সমস্যায় তা দারুণ কাজ দেবে। সেই সঙ্গে চুলের জেল্লাও বাড়বে।

শুধু শরীরে প্রোটিনের চাহিদা মেটানো নয়। চুল ভালো রাখতেও ডিমের গুরুত্ব অপরিসীম। ডিম দিয়ে হেয়ার মাস্ক বানিয়ে ব্যবহার করুন। চুল ওঠার সমস্যায় তা দারুণ কাজ দেবে। সেই সঙ্গে চুলের জেল্লাও বাড়বে।

6 / 9
মেথি শুধু পেটের সমস্যা নয়, চুলের সমস্যাও দূর করে। মেথি গুঁড়ো করে পেস্ট বানিয়ে ব্যবহার করলে চুলের বৃদ্ধির হার বাড়বে। চুল ওঠার ক্ষতি পূরণে তা সাহায্য করবে।

মেথি শুধু পেটের সমস্যা নয়, চুলের সমস্যাও দূর করে। মেথি গুঁড়ো করে পেস্ট বানিয়ে ব্যবহার করলে চুলের বৃদ্ধির হার বাড়বে। চুল ওঠার ক্ষতি পূরণে তা সাহায্য করবে।

7 / 9
চুল পড়া রোধে দারুণ কাজ দেয় ক্যাস্টর তেল। এই তেল লাগালে চুল ওঠা যেমন কমবে, তেমনই চুলের বৃদ্ধিও হবে ভালো।

চুল পড়া রোধে দারুণ কাজ দেয় ক্যাস্টর তেল। এই তেল লাগালে চুল ওঠা যেমন কমবে, তেমনই চুলের বৃদ্ধিও হবে ভালো।

8 / 9
চুলের স্বাস্থ্য ভালো রাখতে আমলকির বিকল্প নেই। ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ আমলকি চুলের গোঁড়া শক্ত করে। এবং চুল পড়ার সমস্যা নিয়ন্ত্রণ করে।

চুলের স্বাস্থ্য ভালো রাখতে আমলকির বিকল্প নেই। ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ আমলকি চুলের গোঁড়া শক্ত করে। এবং চুল পড়ার সমস্যা নিয়ন্ত্রণ করে।

9 / 9
Follow Us: