Scars Remedies: ব্রণ হোক বা কাটার দাগ—এই তেল মাখলেই মানবেন মসৃণ ত্বক, গ্যারান্টি

Vitamin E Oil: নরম্যাল ত্বকে ব্রণ, দাগছোপ, র‍্যাশের সমস্যা খুব বেশি দেখা দেয় না। তৈলাক্ত ও সংবেদনশীল ত্বকে বেশি সমস্যা দেখা দেয়। তবে, একটা সমস্যা যে কোনও তবকেই দেখা দিতে পারে, তা হল দাগ। কখনও ব্রণর দাগ, আগুনে পুড়ে যাওয়ার দাগ, আবার কখনও ছোটখাটো কাটার দাগ। দাগ যেমনই হোক না কেন, এটি ত্বকের সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়।

| Updated on: May 30, 2024 | 4:33 PM
মানুষ কখনও পারফেক্ট হয় না। কিন্তু ত্বক নিখুঁত হতে পারে। শুধু আপনাকে ত্বকের সঠিক যত্ন নিতে হবে আর ব্যবহার করতে হবে সঠিক প্রসাধনী।

মানুষ কখনও পারফেক্ট হয় না। কিন্তু ত্বক নিখুঁত হতে পারে। শুধু আপনাকে ত্বকের সঠিক যত্ন নিতে হবে আর ব্যবহার করতে হবে সঠিক প্রসাধনী।

1 / 8
অনেক মানুষের ত্বকই নরম্যাল বা স্বাভাবিক হয়। ব্রণ, দাগছোপ, র‍্যাশের সমস্যা খুব বেশি দেখা দেয় না। তৈলাক্ত ও সংবেদনশীল ত্বকে বেশি সমস্যা দেখা দেয়। তবে, একটা সমস্যা যে কোনও তবকেই দেখা দিতে পারে, তা হল দাগ।

অনেক মানুষের ত্বকই নরম্যাল বা স্বাভাবিক হয়। ব্রণ, দাগছোপ, র‍্যাশের সমস্যা খুব বেশি দেখা দেয় না। তৈলাক্ত ও সংবেদনশীল ত্বকে বেশি সমস্যা দেখা দেয়। তবে, একটা সমস্যা যে কোনও তবকেই দেখা দিতে পারে, তা হল দাগ।

2 / 8
কখনও ব্রণর দাগ, আগুনে পুড়ে যাওয়ার দাগ, আবার কখনও ছোটখাটো কাটার দাগ। দাগ যেমনই হোক না কেন, এটি ত্বকের সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। আর এই ধরনের দাগ কখনওই পিছু ছাড়ে না।

কখনও ব্রণর দাগ, আগুনে পুড়ে যাওয়ার দাগ, আবার কখনও ছোটখাটো কাটার দাগ। দাগ যেমনই হোক না কেন, এটি ত্বকের সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। আর এই ধরনের দাগ কখনওই পিছু ছাড়ে না।

3 / 8
দাগ দূর করা সহজ কাজ নয়। কোনও ক্ষত হোক বা ব্রণ, এটি ত্বকের টিস্যুর ক্ষতি করে। এর জেরে যে দাগ তৈরি হয়, স্বাভাবিক প্রক্রিয়া নিরাময় হতে অনেক সময় নেয়। অনেক সময় দাগ সারাজীবন থেকে যায়।

দাগ দূর করা সহজ কাজ নয়। কোনও ক্ষত হোক বা ব্রণ, এটি ত্বকের টিস্যুর ক্ষতি করে। এর জেরে যে দাগ তৈরি হয়, স্বাভাবিক প্রক্রিয়া নিরাময় হতে অনেক সময় নেয়। অনেক সময় দাগ সারাজীবন থেকে যায়।

4 / 8
দাগ দূর করে মসৃণ ত্বক পেতে গেলে একটু কাঠখড় আপনাকে পোড়াতেই হবে। বাজারে এমন অনেক অয়েন্টমেন্ট বা ক্রিম রয়েছে, যা দাগ দূর করে। কিন্তু কত দিন পর্যন্ত সেগুলো ব্যবহার করলে ফল পাওয়া যাবে, তার কোনও ঠিক ঠিকানা নেই।

দাগ দূর করে মসৃণ ত্বক পেতে গেলে একটু কাঠখড় আপনাকে পোড়াতেই হবে। বাজারে এমন অনেক অয়েন্টমেন্ট বা ক্রিম রয়েছে, যা দাগ দূর করে। কিন্তু কত দিন পর্যন্ত সেগুলো ব্যবহার করলে ফল পাওয়া যাবে, তার কোনও ঠিক ঠিকানা নেই।

5 / 8
রোজ ভিটামিন ই অয়েল ব্যবহার করলে যে কোনও ধরনের দাগ থেকে মুক্তি পাবেন। গবেষণায় দেখা গিয়েছে, ভিটামিন ই অয়েল দাগ ও স্ট্রেচ মার্কস দূর করতে সাহায্য করে। 

রোজ ভিটামিন ই অয়েল ব্যবহার করলে যে কোনও ধরনের দাগ থেকে মুক্তি পাবেন। গবেষণায় দেখা গিয়েছে, ভিটামিন ই অয়েল দাগ ও স্ট্রেচ মার্কস দূর করতে সাহায্য করে। 

6 / 8
ভিটামিন ই অয়েলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান এবং কোলাজেন উৎপাদনের ক্ষমতা রয়েছে। তাই ত্বকের স্বাস্থ্য উন্নত করতে এবং ত্বকের সমস্যা কমাতে দুর্দান্ত কাজ করে ভিটামিন ই অয়েল।

ভিটামিন ই অয়েলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান এবং কোলাজেন উৎপাদনের ক্ষমতা রয়েছে। তাই ত্বকের স্বাস্থ্য উন্নত করতে এবং ত্বকের সমস্যা কমাতে দুর্দান্ত কাজ করে ভিটামিন ই অয়েল।

7 / 8
দাগ বা ত্বকের যে কোনও ক্ষতর উপর সরাসরি প্রয়োগ করুন ভিটামিন ই অয়েল। ত্বক তেল শুষে নেওয়া পর্যন্ত ভাল করে মালিশ করুন। দিনে দু'বার ত্বকের উপর ভিটামিন ই অয়েল ম্যাসাজ করলেই দাগ থেকে মুক্তি মিলবে।

দাগ বা ত্বকের যে কোনও ক্ষতর উপর সরাসরি প্রয়োগ করুন ভিটামিন ই অয়েল। ত্বক তেল শুষে নেওয়া পর্যন্ত ভাল করে মালিশ করুন। দিনে দু'বার ত্বকের উপর ভিটামিন ই অয়েল ম্যাসাজ করলেই দাগ থেকে মুক্তি মিলবে।

8 / 8
Follow Us: