Anti-Dandruff Mask: তেল-শ্যাম্পুতে কাজ হচ্ছে না? খুশকি তাড়াতে এবার হেয়ার মাস্কের সাহায্য নিন

Dandruff Solution: খুশকির সমস্যা সহজেই পিছু ছাড়তে চায় না। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পুই বেছে নেওয়া হয় খুশকি তাড়াতে। কিন্তু সেটা খুব বেশি কার্যকর হয় না। তাই এবার খুশকি দূর করতে বেছে নিন এই ৩ হেয়ার মাস্ক।

| Edited By: | Updated on: Jul 15, 2023 | 1:36 PM
আপনার স্ক্যাল্প তৈলাক্ত হোক বা শুষ্ক, খুশকির সমস্যা সহজেই পিছু ছাড়তে চায় না। স্ক্যাল্পের যত্ন না নিলেই এই ধরনের সমস্যা জাঁকিয়ে বসে। 

আপনার স্ক্যাল্প তৈলাক্ত হোক বা শুষ্ক, খুশকির সমস্যা সহজেই পিছু ছাড়তে চায় না। স্ক্যাল্পের যত্ন না নিলেই এই ধরনের সমস্যা জাঁকিয়ে বসে। 

1 / 8
খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে শ্যাম্পু, তেলই যথেষ্ট নয়। সাহায্য নিন হেয়ার মাস্কের। এমন ৩টি হেয়ার মাস্কের খোঁজ রইল আপনার জন্য। এগুলো নিমেষে কমিয়ে দেবে খুশকির সমস্যা।

খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে শ্যাম্পু, তেলই যথেষ্ট নয়। সাহায্য নিন হেয়ার মাস্কের। এমন ৩টি হেয়ার মাস্কের খোঁজ রইল আপনার জন্য। এগুলো নিমেষে কমিয়ে দেবে খুশকির সমস্যা।

2 / 8
১/২ কাপ টক দইয়ের সঙ্গে ১ চামচ লেবুর রস ও ১ চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ১ ঘণ্টা চুলে ভাল করে লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার করে এই হেয়ার মাস্ক ব্যবহার করুন। 

১/২ কাপ টক দইয়ের সঙ্গে ১ চামচ লেবুর রস ও ১ চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ১ ঘণ্টা চুলে ভাল করে লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার করে এই হেয়ার মাস্ক ব্যবহার করুন। 

3 / 8
এই হেয়ার মাস্কে পাতিলেবু, টক দই ও মধু রয়েছে। লেবুর রস স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে, টক দই চুলের ক্ষয় নিরাময়য় করে এবং মধু প্রদাহ কমায়। তাই খুশকি তাড়াতে এই হেয়ার মাস্ক সবচেয়ে বেশি কার্যকর। 

এই হেয়ার মাস্কে পাতিলেবু, টক দই ও মধু রয়েছে। লেবুর রস স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে, টক দই চুলের ক্ষয় নিরাময়য় করে এবং মধু প্রদাহ কমায়। তাই খুশকি তাড়াতে এই হেয়ার মাস্ক সবচেয়ে বেশি কার্যকর। 

4 / 8
ভিনিগার দিয়ে দূর করতে পারেন খুশকির সমস্যা। ১ কাপ গ্রিন টি বানিয়ে নিন। এরপর মধ্যে ২-৩ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল ও ১ চামচ ভিনিগার মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। ভিনিগারের হেয়ার মাস্ক ব্যবহারের পর অবশ্যই সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন।

ভিনিগার দিয়ে দূর করতে পারেন খুশকির সমস্যা। ১ কাপ গ্রিন টি বানিয়ে নিন। এরপর মধ্যে ২-৩ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল ও ১ চামচ ভিনিগার মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। ভিনিগারের হেয়ার মাস্ক ব্যবহারের পর অবশ্যই সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন।

5 / 8
গ্রিন টিয়ের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা খুশকি দূর করে। পাশাপাশি এসেনশিয়াল অয়েল প্রদাহ কমায় এবং ভিনিগার স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য ও তেল নিঃসরণ প্রতিরোধ করে। 

গ্রিন টিয়ের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা খুশকি দূর করে। পাশাপাশি এসেনশিয়াল অয়েল প্রদাহ কমায় এবং ভিনিগার স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য ও তেল নিঃসরণ প্রতিরোধ করে। 

6 / 8
চুলের যত্নে বরাবরই জবা গাছের পাতা ও ফুল ব্যবহার করা হয়। একইসঙ্গে, খুশকি দূর করতে কার্যকর খুশকি। তাই এই দুই উপাদান দিয়ে এবার বানিয়ে ফেলুন অ্যান্টি-ডানড্রফ হেয়ার মাস্ক।

চুলের যত্নে বরাবরই জবা গাছের পাতা ও ফুল ব্যবহার করা হয়। একইসঙ্গে, খুশকি দূর করতে কার্যকর খুশকি। তাই এই দুই উপাদান দিয়ে এবার বানিয়ে ফেলুন অ্যান্টি-ডানড্রফ হেয়ার মাস্ক।

7 / 8
১০-১২টা জবা গাছের পাতা বেটে নিন। এর সঙ্গে ১ চামচ মেথির দানা পেস্ট করে মিশিয়ে দিন। আর মেশান ১/২ কাপ টই দই। এই মিশ্রণটি চুল ও স্ক্যাল্পে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে দিন। 

১০-১২টা জবা গাছের পাতা বেটে নিন। এর সঙ্গে ১ চামচ মেথির দানা পেস্ট করে মিশিয়ে দিন। আর মেশান ১/২ কাপ টই দই। এই মিশ্রণটি চুল ও স্ক্যাল্পে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে দিন। 

8 / 8
Follow Us: