Premier League: ১০ জনের চেলসিকে হারাতে ব্যর্থ লিভারপুল
অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে শেষমেশ চেলসির (Chelsea) কাছে হারের মুখ থেকে দলকে বাঁচিয়েছেন মহম্মদ সালাহ। গতবারের চ্যাম্পিয়নরা শুরু থেকেই গতির সদব্যবহার করতে থাকে। বল দখলে পিছিয়ে ছিল না লিভারপুলও (Liverpool)। গোল খেয়েও চেষ্টা চালিয়ে যায়। তবে শিকে ছিড়ছিল না। তবে প্রথমার্ধের সংযুক্ত সময়ে তুচেলের দলের জেমস লাল কার্ড দেখার পরই পেনাল্টি থেকে গোল করেন মিশরের রাজপুত্র। দ্বিতীয়ার্ধে ১০ জনের চেলসিকে আর গোল খাওয়াতে পারেনি লিভারপুল। ফলে ম্যাচ শেষ হয় ড্র দিয়েই।
Most Read Stories