Premier League: লিগ টেবলের মগডালে ওঠা হল না লিভারপুলের, কাঁটা হয়ে দাঁড়াল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে রবিবার অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল লিভারপুল (Liverpool) ও ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। প্রথমার্ধে লিভারপুল ভালো শুরু করলেও, গুয়ার্দিওলার ছেলেরা ম্যাচের রাশ নিতে থাকে। ঘরের মাঠে প্রথমার্ধে এগোনের সুযোগ পায়নি লিভারপুল। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সালাহরা। তবে পিছিয়ে গেলেও দমে যায়নি সিটি। তারাও পাল্টা আঘাত হানতে থাকে। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে লিভারপুলকে লিগ শীর্ষে উঠতে দিল না পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দু'নম্বরে সালাহরা। আর সমসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন গ্যাব্রিয়েল জেসুসরা।
Most Read Stories