Premier League: ইপিএলে এভার্টনকে হারিয়ে লিভারপুলকে টপকে গেল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে রবিরাতে ৩-০ গোলে এভার্টনকে (Everton) হারাল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এই ম্যাচে জয়ের পর লিভারপুলকে (Liverpool) টপকে লিগ টেবলের দুইয়ে উঠে এলেন রহিম স্টার্লিংরা। শুরু থেকেই এভার্টনের ওপর চাপ ধরে রেখেছিলেন ফিল ফডেনরা। তবে গোলের মুখ খুলতে খুলতে প্রায় প্রথমার্ধের শেষ অবধি অপেক্ষা করতে হয় সিটিকে। এ দিন ম্যান সিটির হয়ে তিনটি গোল করেছেন যথাক্রমে রহিম স্টার্লিং, রদ্রি ও বের্নান্ডো সিলভারা। ১২ ম্যাচে ৮টিতে জয়, ২টিতে হার ও একটিতে ড্র করে গুয়ার্দিওলার দলের পয়েন্ট ২৬ এবং লিগ তালিকায় ম্যান সিটি রয়েছে দ্বিতীয় স্থানে।
Most Read Stories