Premier League: লিডসকে হারিয়ে জয়ে ফিরল টটেনহ্যাম
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ঘরের মাঠে লিডস ইউনাইটেডকে (Leeds United) ২-১ গোলে হারিয়ে জয়ে ফিরল টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur)। ইপিএলে (EPL) এর আগের তিন ম্যাচে হার ও ড্র-ই জুটেছিল হ্যারি কেনদের কপালে। তবে রবিরাতে লিডসকে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নিলেন অ্যান্টোনিও কন্তের (Antonio Conte) ছেলেরা। ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়ে টটেনহ্যাম। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ান কেনরা। টটেনহ্যামের দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। এখনও পর্যন্ত ১২টি ম্যাচে খেলে ৬টিতে জয় ও ৫টিতে ড্র এবং একটিতে হেরে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের সাত নম্বরে রয়েছেন হ্যারি কেনরা।
Most Read Stories