Manisha Kalyan: পায়ে পায়ে ইতিহাস ভারতের মেয়ে মনীষা কল্যাণের

উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে ইতিহাস গড়ে ফেললেন ভারতের মহিলা দলের ফুটবলার মনীষা কল্যাণ (Manisha Kalyan)। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন বছর ২০-র মনীষা। সাইপ্রাসের অ্যাপোলোন লেডিস এফসির জার্সিতে প্রথম ম্যাচ খেলে নিলেন মনীষা। শুরু থেকে খেলার সুযোগ পাননি ঠিকই, ম্যাচের ৬০ মিনিটের মাথায় সাইপ্রাসের মারিলেনা জির্জিউয়ের পরিবর্তে নেমেছিলেন মনীষা।

| Edited By: | Updated on: Aug 19, 2022 | 8:15 PM
উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে ইতিহাস গড়ে ফেললেন ভারতের মহিলা দলের ফুটবলার মনীষা কল্যাণ (Manisha Kalyan)। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন বছর ২০-র মনীষা। (ছবি-টুইটার)

উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে ইতিহাস গড়ে ফেললেন ভারতের মহিলা দলের ফুটবলার মনীষা কল্যাণ (Manisha Kalyan)। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন বছর ২০-র মনীষা। (ছবি-টুইটার)

1 / 5
সাইপ্রাসের অ্যাপোলোন লেডিস এফসির জার্সিতে প্রথম ম্যাচ খেলে নিলেন মনীষা। শুরু থেকে খেলার সুযোগ পাননি ঠিকই, ম্যাচের ৬০ মিনিটের মাথায় সাইপ্রাসের মারিলেনা জির্জিউয়ের পরিবর্তে নেমেছিলেন মনীষা। (ছবি-টুইটার)

সাইপ্রাসের অ্যাপোলোন লেডিস এফসির জার্সিতে প্রথম ম্যাচ খেলে নিলেন মনীষা। শুরু থেকে খেলার সুযোগ পাননি ঠিকই, ম্যাচের ৬০ মিনিটের মাথায় সাইপ্রাসের মারিলেনা জির্জিউয়ের পরিবর্তে নেমেছিলেন মনীষা। (ছবি-টুইটার)

2 / 5
উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমে ৩০ মিনিট মাঠে ছিলেন মনীষা। তবে গোলদর্শন হয়নি ভারতের এই ফুটবলারের। (ছবি-টুইটার)

উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমে ৩০ মিনিট মাঠে ছিলেন মনীষা। তবে গোলদর্শন হয়নি ভারতের এই ফুটবলারের। (ছবি-টুইটার)

3 / 5
এসএফকে রিগার বিরুদ্ধে সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছে মনীষার ক্লাব অ্যাপোলোন লেডিস এফসি। অ্যাপোলোনের এর পরবর্তী ম্যাচ রয়েছে ২১ অগস্ট এফসি জুরিখ ফ্রয়েনের বিরুদ্ধে। (ছবি-টুইটার)

এসএফকে রিগার বিরুদ্ধে সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছে মনীষার ক্লাব অ্যাপোলোন লেডিস এফসি। অ্যাপোলোনের এর পরবর্তী ম্যাচ রয়েছে ২১ অগস্ট এফসি জুরিখ ফ্রয়েনের বিরুদ্ধে। (ছবি-টুইটার)

4 / 5
২০২০ সালে এআইএফএফ-এর পক্ষ থেকে এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছিলেন মনীষা। ফলে তাঁর ইতিহাস গড়ায় বেশ গর্বিত বোধ করছে ভারতের ফুটবলপ্রেমীরা। (ছবি-টুইটার)

২০২০ সালে এআইএফএফ-এর পক্ষ থেকে এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছিলেন মনীষা। ফলে তাঁর ইতিহাস গড়ায় বেশ গর্বিত বোধ করছে ভারতের ফুটবলপ্রেমীরা। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: