Tokyo Olympics 2020: ছবিতে দেখুন রুপোর ছেলে রবির টোকিও সফর

২৩ বছর বয়সী ভারতীয় কুস্তিগির রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya) টোকিও অলিম্পিক (Tokyo Olympics) থেকে ভারতকে কুস্তিতে প্রথম পদক এনে দেন। ছেলেদের ৫৭কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো অর্জন করেন রবি কুমার দাহিয়া। তিনি চতুর্থ ভারতীয় কুস্তিগির যিনি অলিম্পিক থেকে দেশকে পদক এনে দিয়েছেন। ছবিতে দেখুন সুর্যোদয়ের দেশে রুপোর ছেলের টোকিও সফর...

| Edited By: | Updated on: Aug 09, 2021 | 9:09 AM
ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের প্রিকোয়ার্টারের লড়াইয়ে ছেলেদের ৫৭ কেজি বিভাগে কলম্বিয়ান প্রতিপক্ষ অস্কার টিগ্রেরসকে ১৩-২ ব্যবধানে হারিয়ে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে রবি কুমার দাহিয়া পৌঁছে যান শেষ আটে।

ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের প্রিকোয়ার্টারের লড়াইয়ে ছেলেদের ৫৭ কেজি বিভাগে কলম্বিয়ান প্রতিপক্ষ অস্কার টিগ্রেরসকে ১৩-২ ব্যবধানে হারিয়ে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে রবি কুমার দাহিয়া পৌঁছে যান শেষ আটে।

1 / 4
ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনাল বাউটে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনভ ভ্যাঞ্জেলভের বিরুদ্ধে ১৪-৪ ব্যবধানে জেতেন রবি কুমার দাহিয়া।

ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনাল বাউটে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনভ ভ্যাঞ্জেলভের বিরুদ্ধে ১৪-৪ ব্যবধানে জেতেন রবি কুমার দাহিয়া।

2 / 4
ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনাল ম্যাচে কাজাখাস্তানের নুরিস্লাম সানায়েভের সঙ্গে বাউটে ৭-৯ ব্যবধানে পিছিয়ে থেকেও জেতেন রবি দাহিয়া। শেষ চারের লড়াইয়ে শেষমেশ টেকডাউন করে ভিকট্রি বাই ফলে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছান রবি।

ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনাল ম্যাচে কাজাখাস্তানের নুরিস্লাম সানায়েভের সঙ্গে বাউটে ৭-৯ ব্যবধানে পিছিয়ে থেকেও জেতেন রবি দাহিয়া। শেষ চারের লড়াইয়ে শেষমেশ টেকডাউন করে ভিকট্রি বাই ফলে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছান রবি।

3 / 4
ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে রুশ অলিম্পিক কমিটির জাভুর উগুয়েভের কাছে ৭-৪ ব্যবধানে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল রবি কুমার দাহিয়াকে।

ছেলেদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে রুশ অলিম্পিক কমিটির জাভুর উগুয়েভের কাছে ৭-৪ ব্যবধানে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল রবি কুমার দাহিয়াকে।

4 / 4
Follow Us: