Permier League: ইপিএলে সালাহর শততম গোল, জয় লিভারপুলের

প্রিমিয়ার লিগের (Permier League) ম্যাচে লিডস ইউনাইটেডকে (Leeds United) ৩-০ ব্যবধানে হারাল লিভারপুল। এ দিনের ম্যাচে ইপিএল কেরিয়ারের শততম গোল করেন মিশরের রাজপুত্র মোহামেদ সালাহ (Mohamed Salah)। প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল করার তালিকায় ৫ নম্বরে রয়েছেন সালাহ। এ বারের ইপিএলে এর আগে দুটি ম্যাচে জয়ের পর একটিতে ড্র করে ক্লপের ছেলেরা। এই ম্যাচে জয়ের পর ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৩ নম্বরে রয়েছে লিভারপুল।

| Edited By: | Updated on: Sep 13, 2021 | 5:35 PM
ম্যাচের ২০ মিনিটে লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন মোহামেদ সালাহ। এটিই তাঁর ইপিএল কেরিয়ারের শততম গোল। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

ম্যাচের ২০ মিনিটে লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন মোহামেদ সালাহ। এটিই তাঁর ইপিএল কেরিয়ারের শততম গোল। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

1 / 4
প্রথমার্ধে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে শেষ করে লিভারপুল।(সৌজন্যে-লিভারপুল টুইটার)

প্রথমার্ধে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে শেষ করে লিভারপুল।(সৌজন্যে-লিভারপুল টুইটার)

2 / 4
দ্বিতীরার্ধে (৫০মিনিটে) ক্লপের দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফুটবলার ফাবিনহো। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

দ্বিতীরার্ধে (৫০মিনিটে) ক্লপের দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফুটবলার ফাবিনহো। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

3 / 4
ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিটে) বল জালে জড়িয়ে লিভারপুলের হয়ে ৩-০ করেন সাদিও মানে। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিটে) বল জালে জড়িয়ে লিভারপুলের হয়ে ৩-০ করেন সাদিও মানে। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

4 / 4
Follow Us: