Permier League: ইপিএলে সালাহর শততম গোল, জয় লিভারপুলের
প্রিমিয়ার লিগের (Permier League) ম্যাচে লিডস ইউনাইটেডকে (Leeds United) ৩-০ ব্যবধানে হারাল লিভারপুল। এ দিনের ম্যাচে ইপিএল কেরিয়ারের শততম গোল করেন মিশরের রাজপুত্র মোহামেদ সালাহ (Mohamed Salah)। প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল করার তালিকায় ৫ নম্বরে রয়েছেন সালাহ। এ বারের ইপিএলে এর আগে দুটি ম্যাচে জয়ের পর একটিতে ড্র করে ক্লপের ছেলেরা। এই ম্যাচে জয়ের পর ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৩ নম্বরে রয়েছে লিভারপুল।
Most Read Stories