চাংলা পাস: লে থেকে প্যাংগং লেক যেতে গেলে পার হতে হয় চাংলা পাস। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম রাস্তার মধ্যে পড়ে চাংলা পাস যা ইন্দাস ভ্যালি থেকে থেকে প্যাংগং লেককে যুক্ত করে। সুতরাং লে-লাদাখ বেড়াতে গেলে ভুলবেন না চাংলা পাস যেতে!
খারদুংলা পাস: লে থেকে নুব্রা ভ্যালিকে সংযুক্ত করেছে খারদুংলা পাস। ১৮৩৮০ ফুট উচ্চ এই পাসও লাদাখে অবস্থিত।
লিপু লক পাস: উত্তরাখণ্ডের কুমায়নে অবস্থিত ১৭৫০০ ফুট উচ্চ লিপু লক পাস। মানসসরোবর যাত্রার সময়ও এই পাস অতিক্রম করতে হয়।
মানা পাস: মানা পাসে বেড়াতে যাওয়ার জন্য আপনাকে আর্মিদের থেকে নিতে হবে অনুমতি পত্র। ভারত ও তিব্বতের সীমানায় অবস্থিত এই মানা পাস।
পালঘাট পাস: ভারতের মত বৈচিত্র্যপূর্ণ দেশে দক্ষিণেও রয়েছে পাস। পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত আন্নামালাই ও নীলগিরি পর্বতকে যুক্ত করেছে এই পালঘাট পাস।
রোটাং পাস: সিমলা, কুলু, মানালী বেড়াতে গেলে অবশ্যই পার করতে হবে রোটাং পাস। যদিও অত্যাধিক তুষারপাতের কারণে বছরের অর্ধেক সময়ে বন্ধ থাকে এই রাস্তা।
জোজিলা পাস: শ্রীনগর ও কার্গিলকে যুক্ত করে রেখেছে এই জোজিলা পাস। ১১৫৭৮ ফুট উচ্চ এই পাস পশ্চিম হিমালয়ের কোলে অবস্থিত।