Naseem Shah: পাকিস্তানের হারেও নজর কাড়লেন তরুণ পেসার

Naseem Shah: পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটের জয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল ভারত। ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিংদের দাপটে পাকিস্তান মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

| Edited By: | Updated on: Aug 29, 2022 | 8:45 AM
বোর্ডে লক্ষ্য মাত্র ১৪৮। শুরুতেই হোঁচট খেল ভারত। সৌজন্য়ে পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। (ছবি : টুইটার)

বোর্ডে লক্ষ্য মাত্র ১৪৮। শুরুতেই হোঁচট খেল ভারত। সৌজন্য়ে পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। (ছবি : টুইটার)

1 / 5
ভারতীয় ইনিংসের দ্বিতীয় বলেই লোকেশ রাহুলকে বোল্ড করেন নাসিম। ১৪২ কিমি/ঘণ্টার ডেলিভারি। ব্যাট নামাতে দেরি করে ফেলেন রাহুল। ব্যাটে লেগে উইকেটে বল। খাতা খুলতে পারেননি রাহুল। (ছবি : টুইটার)

ভারতীয় ইনিংসের দ্বিতীয় বলেই লোকেশ রাহুলকে বোল্ড করেন নাসিম। ১৪২ কিমি/ঘণ্টার ডেলিভারি। ব্যাট নামাতে দেরি করে ফেলেন রাহুল। ব্যাটে লেগে উইকেটে বল। খাতা খুলতে পারেননি রাহুল। (ছবি : টুইটার)

2 / 5
মাত্র ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সূর্যকুমার যাদব ভরসা দিচ্ছিলেন ভারতীয় ইনিংসকে। অনবদ্য একটা ডেলিভারিতে সূর্যর উইকেট ছিটকে দেন নাসিম। (ছবি : টুইটার)

মাত্র ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সূর্যকুমার যাদব ভরসা দিচ্ছিলেন ভারতীয় ইনিংসকে। অনবদ্য একটা ডেলিভারিতে সূর্যর উইকেট ছিটকে দেন নাসিম। (ছবি : টুইটার)

3 / 5
পাকিস্তানের এই তরুণ পেসার অনেকটাই চোট প্রবণ। এদিনও চোট পান। দীর্ঘ সময় মাঠে পড়েছিলেন। ম্যাচে অবশ্য কোটার স্পেল পূর্ণ করলেন নাসিম। (ছবি : টুইটার)

পাকিস্তানের এই তরুণ পেসার অনেকটাই চোট প্রবণ। এদিনও চোট পান। দীর্ঘ সময় মাঠে পড়েছিলেন। ম্যাচে অবশ্য কোটার স্পেল পূর্ণ করলেন নাসিম। (ছবি : টুইটার)

4 / 5
ভারত জিতলেও নজর কাড়েন নাসিম। ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট। পাকিস্তানের আশা জিইয়ে রেখেছিলেন এই তরুণ পেসার। (ছবি : টুইটার)

ভারত জিতলেও নজর কাড়েন নাসিম। ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট। পাকিস্তানের আশা জিইয়ে রেখেছিলেন এই তরুণ পেসার। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: