Skin Care: শীতকালে ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানকে বেছে নেবেন ভাবছেন? দেখে নিন এক নজরে…

ত্বকের প্রসঙ্গ যখনই আসে আমরা বেশি প্রাধান্য দিই প্রাকৃতিক পুষ্টি যুক্ত উপাদানকে। আর শীতকাল আসা মানেই ত্বকের প্রয়োজন আর্দ্রতা। এই ক্ষেত্রেও কাজে আসতে পারেন প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ উপাদান। ত্বককে ময়েশ্চারাইজ করতে কোন উপাদানগুলিকে বেছে নেবেন, দেখে নিন এক নজরে...

| Edited By: | Updated on: Nov 05, 2021 | 2:08 PM
মধু: মধু হল অন্যতম শক্তিশালী প্রাকৃতিক উপাদান যা সাধারণত বিভিন্ন রন্ধনপ্রণালীর জন্য ভারতের প্রতিটি ঘরে ব্যবহার করা হয়। তবে আপনি কি জানেন মধুও প্রকৃতির সবচেয়ে শক্তিশালী ময়েশ্চারাইজারগুলির মধ্যে একটি? মধু কেবল আমাদের ত্বককে ময়শ্চারাইজ করতে সহায়তা করে না বরং তার সঙ্গে সেই সূক্ষ্ম রেখাগুলিও অপসারণ করতে সহায়তা করে।

মধু: মধু হল অন্যতম শক্তিশালী প্রাকৃতিক উপাদান যা সাধারণত বিভিন্ন রন্ধনপ্রণালীর জন্য ভারতের প্রতিটি ঘরে ব্যবহার করা হয়। তবে আপনি কি জানেন মধুও প্রকৃতির সবচেয়ে শক্তিশালী ময়েশ্চারাইজারগুলির মধ্যে একটি? মধু কেবল আমাদের ত্বককে ময়শ্চারাইজ করতে সহায়তা করে না বরং তার সঙ্গে সেই সূক্ষ্ম রেখাগুলিও অপসারণ করতে সহায়তা করে।

1 / 6
দুধ: যখন ত্বক ময়শ্চারাইজিংয়ের কথা ওঠে তখন সেখানে দুধ বাদ থাকে কীভাবে! প্রাচীনকাল থেকে এই উপাদানের ব্যবহার হয়ে আসছে ত্বকের যত্নের ক্ষেত্রে। ত্বককে নরম, উজ্জ্বল ও কোমলতা প্রদান করার ক্ষেত্রে দুধ সবার থেকে এগিয়ে চলেছে। দুধের পুষ্টি ত্বকের সৌন্দর্য গঠনে একটি বিশেষ ভূমিকা পালন করে।

দুধ: যখন ত্বক ময়শ্চারাইজিংয়ের কথা ওঠে তখন সেখানে দুধ বাদ থাকে কীভাবে! প্রাচীনকাল থেকে এই উপাদানের ব্যবহার হয়ে আসছে ত্বকের যত্নের ক্ষেত্রে। ত্বককে নরম, উজ্জ্বল ও কোমলতা প্রদান করার ক্ষেত্রে দুধ সবার থেকে এগিয়ে চলেছে। দুধের পুষ্টি ত্বকের সৌন্দর্য গঠনে একটি বিশেষ ভূমিকা পালন করে।

2 / 6
আমন্ড: ত্বকের ময়শ্চারাইজিংয়ের প্রসঙ্গ এলে সেখানে সবার ওপরে রয়েছে আমন্ড। আমন্ডের যেমন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, তেমনই এটি ত্বকের ক্ষেত্রেও সহায়ক। আমন্ডের পেস্ট ব্যবহার করতে পারেন ত্বককে ময়শ্চারাইজ করার জন্য।

আমন্ড: ত্বকের ময়শ্চারাইজিংয়ের প্রসঙ্গ এলে সেখানে সবার ওপরে রয়েছে আমন্ড। আমন্ডের যেমন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, তেমনই এটি ত্বকের ক্ষেত্রেও সহায়ক। আমন্ডের পেস্ট ব্যবহার করতে পারেন ত্বককে ময়শ্চারাইজ করার জন্য।

3 / 6
ওটমিল: ওটমিল ত্বকের যত্ন এবং ত্বকের যত্নের পণ্যগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি ত্বকে একটি আরামদায়ক প্রভাব ফেলে। মধু বা দইয়ের সঙ্গে মিশিয়ে ওটমিল ব্যবহার করলে শুষ্ক হাত এবং ত্বকের ওপর এটি দারুণ প্রভাব ফেলে। ওটমিল একজিমা এবং চুলকানির মতো ত্বকের অবস্থাকে প্রশমিত করতেও সাহায্য করে।

ওটমিল: ওটমিল ত্বকের যত্ন এবং ত্বকের যত্নের পণ্যগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি ত্বকে একটি আরামদায়ক প্রভাব ফেলে। মধু বা দইয়ের সঙ্গে মিশিয়ে ওটমিল ব্যবহার করলে শুষ্ক হাত এবং ত্বকের ওপর এটি দারুণ প্রভাব ফেলে। ওটমিল একজিমা এবং চুলকানির মতো ত্বকের অবস্থাকে প্রশমিত করতেও সাহায্য করে।

4 / 6
কলা: সহজেই উপলব্ধ কলা একটি দারুণ প্রাকৃতিক উপাদান যা ত্বকের ক্ষেত্রে সহায়ক। ত্বককে শক্ত এবং নরম করার পাশাপাশি এটি পরিষ্কার এবং সতেজ করতে সহায়তা করে। তার সঙ্গে ব্রণর সমস্যাও দূর করে এই উপাদান।

কলা: সহজেই উপলব্ধ কলা একটি দারুণ প্রাকৃতিক উপাদান যা ত্বকের ক্ষেত্রে সহায়ক। ত্বককে শক্ত এবং নরম করার পাশাপাশি এটি পরিষ্কার এবং সতেজ করতে সহায়তা করে। তার সঙ্গে ব্রণর সমস্যাও দূর করে এই উপাদান।

5 / 6
মেয়োনিজ: মেয়োনিজের নাম পড়ে অবাক হচ্ছেন? কিন্তু এই উপাদানটি আপনার ত্বককে ময়েশ্চারাইজ করতে পারে। তবে সব সময় এটি ব্যবহার না করাই ভাল। যাঁদের বেশি সময় নেই ত্বকের পরিচর্চা করার তাঁরা ১ চামচ মেয়োনিজ ত্বকের ওপর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে কাজ মিলবে।

মেয়োনিজ: মেয়োনিজের নাম পড়ে অবাক হচ্ছেন? কিন্তু এই উপাদানটি আপনার ত্বককে ময়েশ্চারাইজ করতে পারে। তবে সব সময় এটি ব্যবহার না করাই ভাল। যাঁদের বেশি সময় নেই ত্বকের পরিচর্চা করার তাঁরা ১ চামচ মেয়োনিজ ত্বকের ওপর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে কাজ মিলবে।

6 / 6
Follow Us: