Makeup Remover: ত্বকের ক্ষতি না করেই ঘরোয়া উপায়ে তুলুন মেকআপ!

পার্টি হোক বা কোনও উৎসব কিংবা কোনও অনুষ্ঠান, কোথাও যাওয়ার আগে আমরা সময় নিয়ে সুন্দর করে সাজি, মেকআপ করি। কিন্তু বাড়ি ফিরে সেই মেকআপকে ত্বক থেকে তোলার ক্ষেত্রে অবহেলা করি। মেকআপ তুলতে কোনও রাসায়নিক রিম্যুভার বা সাবান ব্যবহার করি। কিন্তু এখানেই অনেক সময় ক্ষতি হয় ত্বকের। তাই আজকে আমরা মেকআপ তোলার কিছু ঘরোয়া উপায় তুলে ধরব আপনাদের সামনে...

| Edited By: | Updated on: Sep 10, 2021 | 2:04 PM
যেহেতু আমরা মেকআপ করার সময় রাসায়নিক উপাদানের ব্যবহার করি, তাই মেকআপ তোলা হল স্বাস্থ্যকর ত্বকের একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এর জন্য ব্যবহার করুন ঘরোয়া উপায়

যেহেতু আমরা মেকআপ করার সময় রাসায়নিক উপাদানের ব্যবহার করি, তাই মেকআপ তোলা হল স্বাস্থ্যকর ত্বকের একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এর জন্য ব্যবহার করুন ঘরোয়া উপায়

1 / 7
দুধ শরীর ও ত্বক উভয়ের জন্যই দারুণ সহায়ক। তাই মেকআপ তুলতে ত্বকের ওপর দুধ ব্যবহার করতে পারেন। এতে ত্বকের নমনীয়তাও বজায় থাকে।

দুধ শরীর ও ত্বক উভয়ের জন্যই দারুণ সহায়ক। তাই মেকআপ তুলতে ত্বকের ওপর দুধ ব্যবহার করতে পারেন। এতে ত্বকের নমনীয়তাও বজায় থাকে।

2 / 7
বেকিং সোডার সঙ্গে মধু মিশিয়ে তৈরি করে নিন মেকআপ রিম্যুভার।

বেকিং সোডার সঙ্গে মধু মিশিয়ে তৈরি করে নিন মেকআপ রিম্যুভার।

3 / 7
নারকেল তেল ত্বকের ক্ষেত্রে ভীষণ সহায়ক। মেকআপ তোলার কাজেও নারকেল তেলকে ব্যবহার করতে পারেন।

নারকেল তেল ত্বকের ক্ষেত্রে ভীষণ সহায়ক। মেকআপ তোলার কাজেও নারকেল তেলকে ব্যবহার করতে পারেন।

4 / 7
শসার রস বানিয়ে নিয়ে তুলোর বল মুখে লাগান, এতে ত্বকের ওপর থাকা মেকআপ তুলোয় চলে আসবে এবং আপনার ত্বক সুন্দর থাকবে।

শসার রস বানিয়ে নিয়ে তুলোর বল মুখে লাগান, এতে ত্বকের ওপর থাকা মেকআপ তুলোয় চলে আসবে এবং আপনার ত্বক সুন্দর থাকবে।

5 / 7
অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনই সহায়ক ত্বকের ক্ষেত্রে। তাই মেকআপ তুলতে ব্যবহার করতে পারেন অভিল অয়েল।

অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনই সহায়ক ত্বকের ক্ষেত্রে। তাই মেকআপ তুলতে ব্যবহার করতে পারেন অভিল অয়েল।

6 / 7
গরম বাষ্প ব্রণর মত ত্বকের একাধিক সমস্যা দূর করতে সহায়ক। একই সাথে ত্বক থেকে মেকআপ তুলতে সাহায্য করে এই গরম বাষ্প।

গরম বাষ্প ব্রণর মত ত্বকের একাধিক সমস্যা দূর করতে সহায়ক। একই সাথে ত্বক থেকে মেকআপ তুলতে সাহায্য করে এই গরম বাষ্প।

7 / 7
Follow Us: