চিত্রকলা ও ঐতিহ্যের মিশেলে সেজে উঠছে বড়তলা থানা

Kolkata: থানা বলতেই জনমানসে যে ছবি উঠে আসে, সেই ভাবমূর্তি বদলাতে উদাহরণ হয়ে উঠেছে এই থানা।

| Edited By: | Updated on: Sep 16, 2021 | 7:39 AM
১ নম্বর রাজকৃষ্ণ স্ট্রিটে কলকাতা পুলিশের বড়তলা থানা এখন অতীত ঐতিহ্যের ঠিকানা হয়ে উঠেছে। থানার ওসি দেবাশিস দত্ত আর শিল্পী সৌরভ ভট্টাচার্যের কল্পনা রূপদান করেছে থানার দেওয়ালের অন্দরসজ্জ্বায়।

১ নম্বর রাজকৃষ্ণ স্ট্রিটে কলকাতা পুলিশের বড়তলা থানা এখন অতীত ঐতিহ্যের ঠিকানা হয়ে উঠেছে। থানার ওসি দেবাশিস দত্ত আর শিল্পী সৌরভ ভট্টাচার্যের কল্পনা রূপদান করেছে থানার দেওয়ালের অন্দরসজ্জ্বায়।

1 / 7
থানা বলতেই জনমানসে যে ছবি উঠে আসে, সেই ভাবমূর্তি বদলাতে উদাহরণ হয়ে উঠেছে এই থানা। থানায় আগত মানুষজনের ওয়েটিং রুম এটা। কালীঘাট পটচিত্র আঙ্গিক ব্যবহারে সেজে উঠেছে থানার এই অংশ।

থানা বলতেই জনমানসে যে ছবি উঠে আসে, সেই ভাবমূর্তি বদলাতে উদাহরণ হয়ে উঠেছে এই থানা। থানায় আগত মানুষজনের ওয়েটিং রুম এটা। কালীঘাট পটচিত্র আঙ্গিক ব্যবহারে সেজে উঠেছে থানার এই অংশ।

2 / 7
কলকাতার সবচেয়ে পুরনো চড়কের মেলা বসত এই অঞ্চলে ছাতুবাবুর বাজারে। দেড়শো বছর আগের সেই স্মৃতি উঠে এসেছে বড়তলা থানার হাজতঘরের উল্টো দিকের দেওয়ালে। প্রাচীন চড়কের সেই মেলা বসত বটগাছের তলায়। তার থেকেই নামকরণ 'বটতলা'। বেনে মোরগের লড়াই, চৈত্রে গাজন সন্ন্যাসীদের সংক্রান্তি উদযাপনে মুখরিত হত একসময়ে এই চত্ত্বর।

কলকাতার সবচেয়ে পুরনো চড়কের মেলা বসত এই অঞ্চলে ছাতুবাবুর বাজারে। দেড়শো বছর আগের সেই স্মৃতি উঠে এসেছে বড়তলা থানার হাজতঘরের উল্টো দিকের দেওয়ালে। প্রাচীন চড়কের সেই মেলা বসত বটগাছের তলায়। তার থেকেই নামকরণ 'বটতলা'। বেনে মোরগের লড়াই, চৈত্রে গাজন সন্ন্যাসীদের সংক্রান্তি উদযাপনে মুখরিত হত একসময়ে এই চত্ত্বর।

3 / 7
দেওয়ালে মনোক্রোম শিল্পকলা ডুডল আর বাংলার আলপনার এক সফল ফিউশন তৈরি করেছে। পুলিশ সম্পর্কে জনগণের মনে ভাবমূর্তি পরিবর্তন করেছে এই দেওয়ালের অঙ্গসজ্জ্বা। আর থানার অন্দরসজ্জ্বার এই বদলে পাল্টে গেছে কর্মস্থলের পরিবেশ। তাই পুলিশকর্মীদের মনেও এসেছে বদল।

দেওয়ালে মনোক্রোম শিল্পকলা ডুডল আর বাংলার আলপনার এক সফল ফিউশন তৈরি করেছে। পুলিশ সম্পর্কে জনগণের মনে ভাবমূর্তি পরিবর্তন করেছে এই দেওয়ালের অঙ্গসজ্জ্বা। আর থানার অন্দরসজ্জ্বার এই বদলে পাল্টে গেছে কর্মস্থলের পরিবেশ। তাই পুলিশকর্মীদের মনেও এসেছে বদল।

4 / 7
একসময়ে কলকাতার পরিবহনের অন্যতম মাধ্যম ছিল পালকি। পালকি বেহারাদের হুম হুনা ধ্বনিতে মুখরিত হত পথঘাট। সেই পালকির পর্দার ফাঁক দিকে উঁকি দিয়ে যেত সম্ভ্রান্ত অন্দরমহলের পর্দানসীন মুখ। অতীত সেই স্মৃতির সরনীও ফিরেছে বড়তলা থানার অন্দরসজ্জ্বায়।

একসময়ে কলকাতার পরিবহনের অন্যতম মাধ্যম ছিল পালকি। পালকি বেহারাদের হুম হুনা ধ্বনিতে মুখরিত হত পথঘাট। সেই পালকির পর্দার ফাঁক দিকে উঁকি দিয়ে যেত সম্ভ্রান্ত অন্দরমহলের পর্দানসীন মুখ। অতীত সেই স্মৃতির সরনীও ফিরেছে বড়তলা থানার অন্দরসজ্জ্বায়।

5 / 7
নিখি নর্তকী ছিলেন অতীত কলকাতার সবচেয়ে সম্ভ্রান্ত এবং ব্যয়বহুল নর্তকী। তাঁর এক একটি আসরে সেই সময়ে খরচ হত হাজার টাকা। যে কোনও উৎসব, অনুষ্ঠান আর পূজা পার্বণে ধনী ব্যক্তিদের মহলে আয়োজিত হত নাচের আসর। শোভাবাজারের গোপী মোহনদেবের বাড়িতে বাঈজী নাচের আসর প্রসিদ্ধ ছিল। শোনা যায় লর্ড ও লেডি বেন্টিঙ্ক ১৮২৯-এ এরকমই এক আসরে হাজির হন।

নিখি নর্তকী ছিলেন অতীত কলকাতার সবচেয়ে সম্ভ্রান্ত এবং ব্যয়বহুল নর্তকী। তাঁর এক একটি আসরে সেই সময়ে খরচ হত হাজার টাকা। যে কোনও উৎসব, অনুষ্ঠান আর পূজা পার্বণে ধনী ব্যক্তিদের মহলে আয়োজিত হত নাচের আসর। শোভাবাজারের গোপী মোহনদেবের বাড়িতে বাঈজী নাচের আসর প্রসিদ্ধ ছিল। শোনা যায় লর্ড ও লেডি বেন্টিঙ্ক ১৮২৯-এ এরকমই এক আসরে হাজির হন।

6 / 7
অতীত কলকাতার রেলপথ , যানবাহন, জীবনযাত্রা, সংস্কৃতি সব মিলিয়ে এক গৌরবের ঐতিহ্যকে বর্তমানের সামনে এনে উপস্থিত করেছে বড়তলা থানা। ১৮৮৮ ব্রিটিশ আমলে তৈরি এই পুলিশ স্টেশন। অতীত গৌরবের এই উপাখ্যানগুলো আঞ্চলিকভাবে তুলে ধরার জন্য সবচেয়ে ভাল জায়গা হল থানাগুলো। তাই আগামী সময়ে বড়তলা থানার এই উদাহরণ দেখে হয়ত এগিয়ে আসবে শহরের অন্যান্য থানাও।

অতীত কলকাতার রেলপথ , যানবাহন, জীবনযাত্রা, সংস্কৃতি সব মিলিয়ে এক গৌরবের ঐতিহ্যকে বর্তমানের সামনে এনে উপস্থিত করেছে বড়তলা থানা। ১৮৮৮ ব্রিটিশ আমলে তৈরি এই পুলিশ স্টেশন। অতীত গৌরবের এই উপাখ্যানগুলো আঞ্চলিকভাবে তুলে ধরার জন্য সবচেয়ে ভাল জায়গা হল থানাগুলো। তাই আগামী সময়ে বড়তলা থানার এই উদাহরণ দেখে হয়ত এগিয়ে আসবে শহরের অন্যান্য থানাও।

7 / 7
Follow Us: