অতীত কলকাতার রেলপথ , যানবাহন, জীবনযাত্রা, সংস্কৃতি সব মিলিয়ে এক গৌরবের ঐতিহ্যকে বর্তমানের সামনে এনে উপস্থিত করেছে বড়তলা থানা। ১৮৮৮ ব্রিটিশ আমলে তৈরি এই পুলিশ স্টেশন। অতীত গৌরবের এই উপাখ্যানগুলো আঞ্চলিকভাবে তুলে ধরার জন্য সবচেয়ে ভাল জায়গা হল থানাগুলো। তাই আগামী সময়ে বড়তলা থানার এই উদাহরণ দেখে হয়ত এগিয়ে আসবে শহরের অন্যান্য থানাও।