জয়নগরের মোয়া, নামটা শুনলেই জিভে জল চলে আসে যে কোনও বাঙালির। দেশের যে কোনও প্রান্তের বাঙালি, পশ্চিমবঙ্গের সঙ্গে যাঁর নাড়ির যোগ, এক নামেই সে চিনে নিতে পারে এই মনোহরাকে। দেশ-বিদেশে রসগোল্লা প্রীতির কাছে হয়তো কিছুটা পরিচিতির সঙ্কটে ভুগতে পারে এই মোয়া। তবে একবার যে এ স্বাদ চেখে দেখেছে, তাকে আর নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। এবার সেই জয়নগরের মোয়াকে বিশেষ স্বীকৃতি দিল ভারতীয় ডাক বিভাগ। এই মোয়া নিয়ে বিশেষ খাম প্রকাশ করল তারা।