Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাতে ঠাকুরের পুজোর বাসন নিয়ে কলেজে গেলেন কনীনিকা; তারপর কী হল?

অনেকে নারীর সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। সংসারের চাপে পড়ে বন্ধ হয়েছে তাঁদের লেখাপড়া পূরণের স্বপ্ন। কিন্তু কেউ যদি সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারেন, বেশ হয় বলুন! নতুন ধারাবাহিক 'আয় তবে সহচরী' তেমন গল্পই বলবে আপনাদের।

| Edited By: | Updated on: Aug 10, 2021 | 10:41 PM
অসমবয়সি বন্ধুত্বের গল্প বলবে নতুন বাংলা ধারাবাহিক 'আয় তবে সহচরী'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও অরুনিমা হালদার।

অসমবয়সি বন্ধুত্বের গল্প বলবে নতুন বাংলা ধারাবাহিক 'আয় তবে সহচরী'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও অরুনিমা হালদার।

1 / 8
এক মধ্যবয়সি গৃহবধূ ও মায়ের ইচ্ছেপূরণের গল্প বলবে এই ধারাবাহিক। প্রোমোতেই স্পষ্ট, যে কনীনিকা ও অরুনিমার মধ্যেই হতে চলেছে সেই বন্ধুত্ব। ধারাবাহিকের মূল গল্প সাহানা দত্তর।

এক মধ্যবয়সি গৃহবধূ ও মায়ের ইচ্ছেপূরণের গল্প বলবে এই ধারাবাহিক। প্রোমোতেই স্পষ্ট, যে কনীনিকা ও অরুনিমার মধ্যেই হতে চলেছে সেই বন্ধুত্ব। ধারাবাহিকের মূল গল্প সাহানা দত্তর।

2 / 8
এর আগে 'অন্দরমহল' ধারাবাহিকে শেষবার দেখা যায় কনীনিকাকে। পরমেশ্বরীর চরিত্রে। সংসারের মধ্যে থেকে নিপীড়িত পরমেশ্বরী নিজের পায়ের জমি শক্ত করেছিল। নতুন ধারাবাহিকে চরিত্রের নাম সহচরী সেনগুপ্ত। তারও আছে এক অনন্য স্বপ্ন। পরিবারের কেউ জানে না সেই কথা।

এর আগে 'অন্দরমহল' ধারাবাহিকে শেষবার দেখা যায় কনীনিকাকে। পরমেশ্বরীর চরিত্রে। সংসারের মধ্যে থেকে নিপীড়িত পরমেশ্বরী নিজের পায়ের জমি শক্ত করেছিল। নতুন ধারাবাহিকে চরিত্রের নাম সহচরী সেনগুপ্ত। তারও আছে এক অনন্য স্বপ্ন। পরিবারের কেউ জানে না সেই কথা।

3 / 8
কী সেই স্বপ্ন। সহচরী উচ্চশিক্ষিত হতে চায়। হতে চায় গোল্ড মেডালিস্ট।

কী সেই স্বপ্ন। সহচরী উচ্চশিক্ষিত হতে চায়। হতে চায় গোল্ড মেডালিস্ট।

4 / 8
প্রোমো বলছে, নিজের সেই স্বপ্ন পূরণের জন্য সহচরী যায় কলেজে। কিন্তু পথ বেশ কঠিন। হঠাৎ মায়ের বয়সি এক মহিলাকে কলেজ চত্বরে দেখে তামাশা করতে শুরু করে পড়ুয়ারা।

প্রোমো বলছে, নিজের সেই স্বপ্ন পূরণের জন্য সহচরী যায় কলেজে। কিন্তু পথ বেশ কঠিন। হঠাৎ মায়ের বয়সি এক মহিলাকে কলেজ চত্বরে দেখে তামাশা করতে শুরু করে পড়ুয়ারা।

5 / 8
সহচরী ঘাবড়ে যায়। সকলের সঙ্গে লড়াই করে তার হাত ধরে এক ফুটফুটে যুবতি।

সহচরী ঘাবড়ে যায়। সকলের সঙ্গে লড়াই করে তার হাত ধরে এক ফুটফুটে যুবতি।

6 / 8
সহচরীর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সে।

সহচরীর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সে।

7 / 8
ধারাবাহিকে সহচরী, অর্থাৎ কনীনিকার বিপরীতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী।

ধারাবাহিকে সহচরী, অর্থাৎ কনীনিকার বিপরীতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী।

8 / 8
Follow Us: