শুরু হতে চলেছে কপিল শর্মার শো’য়ের নতুন সিজন। রয়েছে একগুচ্ছ চমক। কেমন সাজানো হল অন্দর মহল? এক ঝলকে দেখে নিন।
কপিলের নতুন বাড়িতে রয়েছে এটিএম। ১০ স্টার লেখা একটি হোটেল। তবে সে এটিএম থেকে টাকা বের হয় কিনা সেটিই রহস্য।
আগের সিজনের থেকে অনেকটাই আলাদা এবারের সিজনের অন্দরমহল। আরও রঙিন। আরও ঝলমলে।
কৃষ্ণা অভিষেক, ভারতী সিং, কিকু সারদা, চন্দন প্রভাকরকে নিয়ে আবারও যাত্রা শুরু করছেন কপিল। সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে কপিল আগেই জানিয়েছিলেন কপিল।
ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "নতুন ট্যালেন্ট, নতুন লেখক, অভিনেতাদের স্বাগত জানাতে তৈরি আমি। এমন শিল্পীদের নিয়ে এ বারের শো, যাঁদের সত্যিই কাজটার প্রতি প্যাশন রয়েছে।” শোনা গিয়েছিল, অর্চণা পূরণ সিং নাকি চলতি বছর কপিলের শো থেকে বাদ পড়েছেন। গুজব উড়িয়ে তিনিও শো’য়ে থাকছেন।"
ওই শো'য়ে নিজের আসন্ন ছবি বেল বটমের প্রচারে হাজির খিলাড়ি কুমার অক্ষয়ও।