চন্দ্রকোনার উপর দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী ও কেঠিয়া নদি। এই দুই খরস্রোতা নদীতে বর্ষার সময় প্রবল জলের চাপে প্লাবিত হয় চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা। এই বছর মোট চারবার বন্যার জলে প্লাবিত হয়েছে চন্দকোনার বিস্তীর্ণ এলাকা। নদীগর্ভে তলিয়ে গিয়েছে বহু বাড়ি থেকে চাষ জমি। সেই কারণে নদী ভাঙন রুখতে বিশেষ উদ্যোগ নিয়েছে চন্দ্রকোনা ২ ব্লক প্রশাসন। সূত্রে খবর, ভগবন্তপুর এক ও দুই গ্রাম পঞ্চায়েত, বান্দিপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত ও বসনছড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় শিলাবতী ও কেটিয়া নদীর পাড়ে ভাঙন রোধে লাগানো হচ্ছে ভিটিভার।