Sachin Tendulkar: ফিরে দেখা মাস্টার ব্লাস্টারের প্রথম ODI সেঞ্চুরি
সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নামটার পাশে বহু রেকর্ড রয়েছে। ২৭ বছর আগে আজকের দিনে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ওয়ান ডে (ODI) কেরিয়ারের প্রথম সেঞ্চুরি (century) করেছিলেন মাস্টার ব্লাস্টার। কলম্বোর স্টেডিয়াম সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৮৯ সালে এক একদিনের ক্রিকেটে অভিষেক হলেও, ৭৮টি ম্যাচে খেলার পর সচিনের ব্যাট থেকে এসেছিল প্রথম শতরানটি। পুরো কেরিয়ার জুড়ে ৪৯টি ওয়ান সেঞ্চুরি রয়েছে সচিনের ঝুলিতে।
Most Read Stories