Sachin Tendulkar: ফিরে দেখা মাস্টার ব্লাস্টারের প্রথম ODI সেঞ্চুরি

সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নামটার পাশে বহু রেকর্ড রয়েছে। ২৭ বছর আগে আজকের দিনে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ওয়ান ডে (ODI) কেরিয়ারের প্রথম সেঞ্চুরি (century) করেছিলেন মাস্টার ব্লাস্টার। কলম্বোর স্টেডিয়াম সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৮৯ সালে এক একদিনের ক্রিকেটে অভিষেক হলেও, ৭৮টি ম্যাচে খেলার পর সচিনের ব্যাট থেকে এসেছিল প্রথম শতরানটি। পুরো কেরিয়ার জুড়ে ৪৯টি ওয়ান সেঞ্চুরি রয়েছে সচিনের ঝুলিতে।

| Edited By: | Updated on: Sep 09, 2021 | 1:04 PM
১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর ওয়ান ডে কেরিয়ারের প্রথম শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। (সৌজন্যে-টুইটার)

১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর ওয়ান ডে কেরিয়ারের প্রথম শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। (সৌজন্যে-টুইটার)

1 / 4
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে সেঞ্চুরির ম্যাচে ১৩০ বলে ১১০ রান করেন লিটল মাস্টার। (সৌজন্যে-টুইটার)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে সেঞ্চুরির ম্যাচে ১৩০ বলে ১১০ রান করেন লিটল মাস্টার। (সৌজন্যে-টুইটার)

2 / 4
সেই ম্যাচে ভারতের বাকি ক্রিকেটাররা ৫০ রানের গণ্ডি পেরোতে পারেননি। কিন্তু সচিনের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ৩১ রানে সেই ম্যাচ জিতে নেন ভারত। (সৌজন্যে-টুইটার)

সেই ম্যাচে ভারতের বাকি ক্রিকেটাররা ৫০ রানের গণ্ডি পেরোতে পারেননি। কিন্তু সচিনের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ৩১ রানে সেই ম্যাচ জিতে নেন ভারত। (সৌজন্যে-টুইটার)

3 / 4
 দুটি ছয় ও ৮টি চার দিয়ে ১১০ রানের ইনিংস সাজিয়েছিলেন সচিন। ম্যাচের শেষে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার। (সৌজন্যে-টুইটার)

দুটি ছয় ও ৮টি চার দিয়ে ১১০ রানের ইনিংস সাজিয়েছিলেন সচিন। ম্যাচের শেষে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার। (সৌজন্যে-টুইটার)

4 / 4
Follow Us: