Mouni Roy: ব্যাচেলর পার্টি করছেন মৌনি রায়, খুব তাড়াতাড়িই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী…

মনে করা হচ্ছে ২০২২-র শুরুতেই সাত পাকে বাঁধা পড়তে পারেন ‘নাগিন’ অভিনেত্রী। প্রথমে ঠিক ছিল দুবাইতে বিয়ে করবেন তিনি। তবে নিজের পরিবার ও বন্ধুদের সাথে মুম্বইয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

| Edited By: | Updated on: Dec 20, 2021 | 9:52 AM
মৌনী রায় বাংলা থেকে গিয়ে এখন জয় করছেন বলিউড। একের পর এক ছোট পরদা ও বড় পরদার প্রোজেক্টে দেখা মিলেছে তাঁর। ক'দিনের মধ্যেই মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। তবে তার আগে মৌনীর বিয়ের জল্পনা নিয়ে তুমুল আলোচনা চারিদিকে।

মৌনী রায় বাংলা থেকে গিয়ে এখন জয় করছেন বলিউড। একের পর এক ছোট পরদা ও বড় পরদার প্রোজেক্টে দেখা মিলেছে তাঁর। ক'দিনের মধ্যেই মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। তবে তার আগে মৌনীর বিয়ের জল্পনা নিয়ে তুমুল আলোচনা চারিদিকে।

1 / 6
গোয়াতে নিজের গার্ল গ্যাং-র সাথে পার্টি করার কিছু ছবি দিয়েছেন মৌনী। সাথে একটি ছবিতে তাঁদের হাতে দেখা মিলেছে ব্যাচেলারেট পপেরও! তারপরেই জল্পনা তুঙ্গে। এমনিতেই মৌনীর প্রেম কাহিনি নিয়ে চর্চার শেষ নেই মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ায়। এবার যেন তাতেই শিলমোহর পড়ল।

গোয়াতে নিজের গার্ল গ্যাং-র সাথে পার্টি করার কিছু ছবি দিয়েছেন মৌনী। সাথে একটি ছবিতে তাঁদের হাতে দেখা মিলেছে ব্যাচেলারেট পপেরও! তারপরেই জল্পনা তুঙ্গে। এমনিতেই মৌনীর প্রেম কাহিনি নিয়ে চর্চার শেষ নেই মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ায়। এবার যেন তাতেই শিলমোহর পড়ল।

2 / 6
মৌনীর সেই পার্টিতে টেলি অভিনেত্রী আশকা গোরাডিয়াকেও দেখা গিয়েছে। আশকা হলেন মৌনীর কাছের বন্ধু। আশকা গোয়াতেই থাকেন। মনে করা হচ্ছে, বিয়ের আগে ব্যাচেলারেট পার্টির জন্য তাই সেখানেই গিয়েছেন নায়িকা।

মৌনীর সেই পার্টিতে টেলি অভিনেত্রী আশকা গোরাডিয়াকেও দেখা গিয়েছে। আশকা হলেন মৌনীর কাছের বন্ধু। আশকা গোয়াতেই থাকেন। মনে করা হচ্ছে, বিয়ের আগে ব্যাচেলারেট পার্টির জন্য তাই সেখানেই গিয়েছেন নায়িকা।

3 / 6
দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ার সঙ্গে বিয়ে পাকা মৌনীর। সুরজের সেখানে নিজস্ব ব্যাবসাও আছে। প্রায়ই দুবাইতে দেখা যায় মৌনীক। সুরজ অভিনেত্রীর বিভিন্ন ছবিতে মন্তব্যও করে থাকেন।

দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ার সঙ্গে বিয়ে পাকা মৌনীর। সুরজের সেখানে নিজস্ব ব্যাবসাও আছে। প্রায়ই দুবাইতে দেখা যায় মৌনীক। সুরজ অভিনেত্রীর বিভিন্ন ছবিতে মন্তব্যও করে থাকেন।

4 / 6
আশকা এই পার্টির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘অসাধারণ সময় কাটল, কিছু অসামান্য সুন্দরী আর মনোবিনা মৌনীর সাথে। মো মো তোমার জন্য শুভেচ্ছা আর শুধু শুভেচ্ছা।’

আশকা এই পার্টির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘অসাধারণ সময় কাটল, কিছু অসামান্য সুন্দরী আর মনোবিনা মৌনীর সাথে। মো মো তোমার জন্য শুভেচ্ছা আর শুধু শুভেচ্ছা।’

5 / 6
লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাঁদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন বলি সুন্দরী।

লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাঁদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন বলি সুন্দরী।

6 / 6
Follow Us: