Vande Bharat Express: ০ থেকে ১০০ কিমিতে গতি উঠবে ৫২ সেকেন্ডে, নমোর উদ্বোধন করা নতুন বন্দে ভারতের বিশেষত্বগুলি দেখে নিন

PM Modi Inaugurates Vande Bharat Express: এই ট্রেনে রয়েছে রিক্লাইলিং সিট। এগজিকিউটিভ কোচে থাকবে রোটেটিং চেয়ার, যা ১৮০ ডিগ্রি ঘুরতে পারবে।

| Edited By: | Updated on: Jan 15, 2023 | 1:21 PM
মকর সংক্রান্তির পূণ্য তিথিতে চাকা গড়াল আরও এক বন্দে ভারত এক্সপ্রেসের। রবিবার সকালে ভার্চুয়াল মাধ্যমে সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মকর সংক্রান্তির পূণ্য তিথিতে চাকা গড়াল আরও এক বন্দে ভারত এক্সপ্রেসের। রবিবার সকালে ভার্চুয়াল মাধ্যমে সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

1 / 8
এ দিন ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "এই উৎসবের মরশুমে আজ তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশের মানুষ বিরাট বড় এক উপহার পেল। বন্দে ভারত এক্সপ্রেস তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে একসূত্রে বাঁধবে।"

এ দিন ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "এই উৎসবের মরশুমে আজ তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশের মানুষ বিরাট বড় এক উপহার পেল। বন্দে ভারত এক্সপ্রেস তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে একসূত্রে বাঁধবে।"

2 / 8
প্রধানমন্ত্রী বলেন, "বন্দে ভারত ট্রেন হল নতুন ভারতের ক্ষমতার প্রতীক। এটা নতুন ভারতের প্রতীক যা দ্রুত পরিবর্তনের পথে এগোচ্ছে। এটা সেই ভারত যা বহু মানুষের স্বপ্ন ও আকাঙ্খাকে পূরণ করছে।"

প্রধানমন্ত্রী বলেন, "বন্দে ভারত ট্রেন হল নতুন ভারতের ক্ষমতার প্রতীক। এটা নতুন ভারতের প্রতীক যা দ্রুত পরিবর্তনের পথে এগোচ্ছে। এটা সেই ভারত যা বহু মানুষের স্বপ্ন ও আকাঙ্খাকে পূরণ করছে।"

3 / 8
ফাইল চিত্র

ফাইল চিত্র

4 / 8
বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে এসে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বীনী বৈষ্ণব বলেন, "অসাধারণ একটি ট্রেন বন্দে ভারত।  শূন্য থেকে ১০০ কিলোমিটারে গতিবেগ তুলতে সময় লাগে মাত্র ৫২ সেকেন্ড, যেখানে অন্যান্য ট্রেনের সময় লাগে ৫৪ থেকে ৬০ সেকেন্ড।বিমানের থেকেও ভাল ডিজাইজন বন্দে ভারত এক্সপ্রেসের। ফলে যাত্রীরা অত্যন্ত আরাম ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারবেন।"

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে এসে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বীনী বৈষ্ণব বলেন, "অসাধারণ একটি ট্রেন বন্দে ভারত।  শূন্য থেকে ১০০ কিলোমিটারে গতিবেগ তুলতে সময় লাগে মাত্র ৫২ সেকেন্ড, যেখানে অন্যান্য ট্রেনের সময় লাগে ৫৪ থেকে ৬০ সেকেন্ড।বিমানের থেকেও ভাল ডিজাইজন বন্দে ভারত এক্সপ্রেসের। ফলে যাত্রীরা অত্যন্ত আরাম ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারবেন।"

5 / 8
ফাইল ছবি

ফাইল ছবি

6 / 8
এই ট্রেনে রয়েছে রিক্লাইলিং সিট। এগজিকিউটিভ কোচে থাকবে রোটেটিং চেয়ার, যা ১৮০ ডিগ্রি ঘুরতে পারবে।

এই ট্রেনে রয়েছে রিক্লাইলিং সিট। এগজিকিউটিভ কোচে থাকবে রোটেটিং চেয়ার, যা ১৮০ ডিগ্রি ঘুরতে পারবে।

7 / 8
এছাড়া অটোমেটিক ডোর, জিপিএস ভিত্তিক অডিয়ো-ভিসুয়াল প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, হটস্পট ওয়াই-ফাই।

এছাড়া অটোমেটিক ডোর, জিপিএস ভিত্তিক অডিয়ো-ভিসুয়াল প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, হটস্পট ওয়াই-ফাই।

8 / 8
Follow Us: