Police: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে গুটখা রপ্তানি, পুলিশের জালে পাকড়াও লরি

Purulia: বীরসা মোড়ে নাকা চেকিং চলাকালীন এই ঘটনা ঘটে।

| Updated on: Nov 09, 2021 | 1:40 PM
ঝাড়খণ্ড থেকে নিষিদ্ধ ঘুটখা ভর্তি পিকআপ ভ্যান পুরুলিয়ার ঝালদায় ঢোকার সময় তা ধরা পড়ে গেল পুলিশের হাতে।

ঝাড়খণ্ড থেকে নিষিদ্ধ ঘুটখা ভর্তি পিকআপ ভ্যান পুরুলিয়ার ঝালদায় ঢোকার সময় তা ধরা পড়ে গেল পুলিশের হাতে।

1 / 5
গতকাল গভীর রাতে ঝালদা থানার  বীরসা মোড়ে নাকা   চেকিং চলাকালীন এই ঘটনা ঘটে।

গতকাল গভীর রাতে ঝালদা থানার বীরসা মোড়ে নাকা চেকিং চলাকালীন এই ঘটনা ঘটে।

2 / 5
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের দিক থেকে আসছিলো পিক আপ ভ্যানটি।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের দিক থেকে আসছিলো পিক আপ ভ্যানটি।

3 / 5
ভ্যানের চালকের কথায় অসঙ্গতি পেয়ে গাড়ির মাল খুলে দেখে পুলিশ। দেখা যায় রয়েছে নিষিদ্ধ ঘুটখা।

ভ্যানের চালকের কথায় অসঙ্গতি পেয়ে গাড়ির মাল খুলে দেখে পুলিশ। দেখা যায় রয়েছে নিষিদ্ধ ঘুটখা।

4 / 5
গত ৭ তারিখ রাজ্য সরকার এক বছরের জন্য ঘুটখা নিষিদ্ধ  ঘোষণা করেছে।তারপর থেকেই ঘুটখা নিয়ে কঠোর হয়েছে প্রশাসন।

গত ৭ তারিখ রাজ্য সরকার এক বছরের জন্য ঘুটখা নিষিদ্ধ ঘোষণা করেছে।তারপর থেকেই ঘুটখা নিয়ে কঠোর হয়েছে প্রশাসন।

5 / 5
Follow Us: