ফিল্মমেকারস হাটকে চারদিকে ঘিরে রয়েছে অসংখ্য পাইন গাছের এক জঙ্গল। এই ঘন জঙ্গলে আলো কম প্রবেশ করায় একটা গাঢ় অন্ধকার বিরাজ করে এর অভ্যন্তরে। ১৫ বর্গমিটার অঞ্চল জুড়ে জঙ্গলটি অবস্থিত। এই হারিয়ে যাওয়ার ঠিকানা কিন্তু বেশ শৌখিন। যেখানে সারা পৃথিবী মারণ ভাইরাস করোনাকে নিয়ে ব্যস্ত, সেইখানে এই গন্তব্যে কিন্তু আপনি শান্তি খুঁজে পাবেন। এই কুঁড়েঘরে বসার ডেস্ক, জিনিসপত্র রাখার স্টোরেজ, সাউন্ড সিস্টেম, বসার সোফা, ফায়ার প্লেস রয়েছে। অতএব বিলাসবহুল শৌখিন পর্যটনের আদর্শ জায়গা এটি।