India Travel: ভারত জনসংখ্যার নিরিখে বিশ্বমাঝে দ্বিতীয়! তবে ভারতের সবচেয়ে জনবহুল শরগুলির নাম জেনে নিন…

এই শহরের দূষণের মাত্রা সারাবছরই মাপকাঠির নিচে থাকে...

| Edited By: | Updated on: Nov 09, 2021 | 1:47 PM
গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ:
 উত্তরপ্রদেশের জনপ্রিয় শহরগুলির তালিকায় উপরের দিকে নাম আসে গাজিয়াবাদের। দেশের সবচেয়ে বেশি জনবহুল দেশ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ এটি।

গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের জনপ্রিয় শহরগুলির তালিকায় উপরের দিকে নাম আসে গাজিয়াবাদের। দেশের সবচেয়ে বেশি জনবহুল দেশ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ এটি।

1 / 5
মিরাট, উত্তরপ্রদেশ:
আরেকটি অন্যতম জনবহুল শহর আছে উত্তরপ্রদেশের তালিকায়, তা হল মিরাট। উত্তরপ্রদেশের একেবারে পশ্চিমপ্রান্তে অবস্থিত এই শহর।

মিরাট, উত্তরপ্রদেশ: আরেকটি অন্যতম জনবহুল শহর আছে উত্তরপ্রদেশের তালিকায়, তা হল মিরাট। উত্তরপ্রদেশের একেবারে পশ্চিমপ্রান্তে অবস্থিত এই শহর।

2 / 5
নয়ডা, উত্তরপ্রদেশ:
দিল্লি এনসিআর-এর একটা অংশ নয়ডা এই তালিকার খুব নিচে নেই। এই শহরের দূষণের মাত্রা সারাবছরই অনেকটা খারাপ থাকে।

নয়ডা, উত্তরপ্রদেশ: দিল্লি এনসিআর-এর একটা অংশ নয়ডা এই তালিকার খুব নিচে নেই। এই শহরের দূষণের মাত্রা সারাবছরই অনেকটা খারাপ থাকে।

3 / 5
দিল্লি:
ভারতের রাজধানী শহর দিল্লি রাজস্থানের ভিওয়াড়ি শহর থেকে মাত্র ৮০ কিমি দূরে অবস্থিত। শহরে ক্ষতিকারক যে এই ধোঁয়াশা জমে থাকে সারাবছর, তার কারণ কিন্তু শহরের অতিরিক্ত জনসংখ্যা।

দিল্লি: ভারতের রাজধানী শহর দিল্লি রাজস্থানের ভিওয়াড়ি শহর থেকে মাত্র ৮০ কিমি দূরে অবস্থিত। শহরে ক্ষতিকারক যে এই ধোঁয়াশা জমে থাকে সারাবছর, তার কারণ কিন্তু শহরের অতিরিক্ত জনসংখ্যা।

4 / 5
লখনউ, উত্তরপ্রদেশ:
উত্তরপ্রদেশের রাজধানী শহর এটি। এই রাজ্যের দূষণের তালিকায়ও এই নাম খুব পিছনে নেই।

লখনউ, উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের রাজধানী শহর এটি। এই রাজ্যের দূষণের তালিকায়ও এই নাম খুব পিছনে নেই।

5 / 5
Follow Us: