Chicken Dishes: স্বাদে জনপ্রিয়তা অর্জন করেছে এশিয়ার এই চিকেনের পদগুলো!

এশিয়া মহাদেশের খাদ্যগুলি সুগন্ধী মশলার স্বাদের জন্য সমগ্র বিশ্বে আজ জনপ্রিয়তা অর্জন করেছে। আর চিকেন হচ্ছে এমন একটি খাদ্য যাকে ভিন্ন ভাবে ভিন্ন স্বাদে তৈরি করা যায়। এই খাদ্যের জনপ্রিয়তাও একই ভাবে রয়েছে পৃথিবীর প্রায় সব দেশেই। এশিয়ার কোন দেশের কোন চিকেনের পদ আজ সমগ্র বিশ্বে জনপ্রিয় তা দেখে নিন এক নজরে...

| Edited By: | Updated on: Oct 05, 2021 | 4:43 PM
ভারতের জনপ্রিয় খাদ্য চিকেন টিক্কা মশলা। এই ডিশ শুধু এশিয়া নয়, সমগ্র বিশ্বে জনপ্রিয়।

ভারতের জনপ্রিয় খাদ্য চিকেন টিক্কা মশলা। এই ডিশ শুধু এশিয়া নয়, সমগ্র বিশ্বে জনপ্রিয়।

1 / 7
পাকিস্তানের কড়াই চিকেন একবার খেলে আপনি বার বার খেতে চাইবেন, এমনই এর স্বাদ।

পাকিস্তানের কড়াই চিকেন একবার খেলে আপনি বার বার খেতে চাইবেন, এমনই এর স্বাদ।

2 / 7
ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার আয়াম পেনয়েত, যার অর্থ হল স্ম্যাসড চিকেন।

ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার আয়াম পেনয়েত, যার অর্থ হল স্ম্যাসড চিকেন।

3 / 7
তাইওয়ানের ডিপ ফ্রাই করা এই চিকেনের নাম তাইওয়ানিজ ডবল এক্সএল চিকেন কাটলেট।

তাইওয়ানের ডিপ ফ্রাই করা এই চিকেনের নাম তাইওয়ানিজ ডবল এক্সএল চিকেন কাটলেট।

4 / 7
চিনের জনপ্রিয় চিকেন ডিশ কুং পাও চিকেনও সমগ্র বিশ্বে জনপ্রিয়। তবে চিনে এই খাদ্যের নাম গং বাও জি ডিং।

চিনের জনপ্রিয় চিকেন ডিশ কুং পাও চিকেনও সমগ্র বিশ্বে জনপ্রিয়। তবে চিনে এই খাদ্যের নাম গং বাও জি ডিং।

5 / 7
ফ্রায়েড চিকেন তো অনেক খেয়েছেন। কিন্তু এই ফ্রায়েড চিকেন আপনি শুধু মাত্র পাবেন কোরিয়াতে। দক্ষিণ কোরিয়ার প্রতিটি রেস্তোরাঁতে ও স্ট্রিট ফুড হিসাবে রমরমিয়ে বিক্রি হয় এই ফ্রায়েড চিকেন।

ফ্রায়েড চিকেন তো অনেক খেয়েছেন। কিন্তু এই ফ্রায়েড চিকেন আপনি শুধু মাত্র পাবেন কোরিয়াতে। দক্ষিণ কোরিয়ার প্রতিটি রেস্তোরাঁতে ও স্ট্রিট ফুড হিসাবে রমরমিয়ে বিক্রি হয় এই ফ্রায়েড চিকেন।

6 / 7
চিকেন রাইস হল এমনই একটি পদ যা এশিয়ার প্রায় সব দেশেই পাওয়া যায়, তবে ভিন্ন দেশে ভিন্ন স্বাদে। কিন্তু এই চিকেন রাইসের জন্মভূমি হল সিঙ্গাপুর।

চিকেন রাইস হল এমনই একটি পদ যা এশিয়ার প্রায় সব দেশেই পাওয়া যায়, তবে ভিন্ন দেশে ভিন্ন স্বাদে। কিন্তু এই চিকেন রাইসের জন্মভূমি হল সিঙ্গাপুর।

7 / 7
Follow Us: