Brazil: লক্ষ্য হেক্সা, লাইন-আপ সম্পূর্ণ, কাতারে পৌঁছে গেল ব্রাজিলও
Qatar 2022 : শেষ থেকে শুরু! শেষ থেকে শীর্ষস্থান। শেষ থেকে 'শেষে' একেবারেই নয়। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের লক্ষ্য হেক্সা। কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর। ৩২ দলের মধ্যে সকলের শেষে পৌঁছল ব্রাজিল। গত এক সপ্তাহ ইতালির শহর তুরিনে প্রস্তুতি সারছিল তারা। ব্রাজিল ফুটবল দল কাতারে পা দিতেই দাবদাহ আরও বাড়ল। মেসি-রোনাল্ডোর পর এ বার সে দেশে পৌঁছে গিয়েছেন নেইমারও।
Most Read Stories