Brazil: লক্ষ্য হেক্সা, লাইন-আপ সম্পূর্ণ, কাতারে পৌঁছে গেল ব্রাজিলও

Qatar 2022 : শেষ থেকে শুরু! শেষ থেকে শীর্ষস্থান। শেষ থেকে 'শেষে' একেবারেই নয়। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের লক্ষ্য হেক্সা। কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর। ৩২ দলের মধ্যে সকলের শেষে পৌঁছল ব্রাজিল। গত এক সপ্তাহ ইতালির শহর তুরিনে প্রস্তুতি সারছিল তারা। ব্রাজিল ফুটবল দল কাতারে পা দিতেই দাবদাহ আরও বাড়ল। মেসি-রোনাল্ডোর পর এ বার সে দেশে পৌঁছে গিয়েছেন নেইমারও।

| Edited By: | Updated on: Nov 20, 2022 | 3:47 AM
শেষ থেকে শুরু! শেষ থেকে শীর্ষস্থান। শেষ থেকে 'শেষে' একেবারেই নয়। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের (Brazil) লক্ষ্য হেক্সা। (ছবি : টুইটার)

শেষ থেকে শুরু! শেষ থেকে শীর্ষস্থান। শেষ থেকে 'শেষে' একেবারেই নয়। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের (Brazil) লক্ষ্য হেক্সা। (ছবি : টুইটার)

1 / 5
কাতার বিশ্বকাপে (Qatar 2022) ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর। ৩২ দলের মধ্যে সকলের শেষে পৌঁছল ব্রাজিল। ব্রাজিলের কোচ হিসেবে এটিই শেষ প্রতিযোগিতা তিতের (Tite)। এক রাশ স্বপ্ন, শক্তিশালী দল, দারুণ প্রস্ততি। হাসিমুখ নিয়েই বিশ্বকাপের দেশে পা রাখলেন ব্রাজিল কোচ। (ছবি : টুইটার)

কাতার বিশ্বকাপে (Qatar 2022) ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর। ৩২ দলের মধ্যে সকলের শেষে পৌঁছল ব্রাজিল। ব্রাজিলের কোচ হিসেবে এটিই শেষ প্রতিযোগিতা তিতের (Tite)। এক রাশ স্বপ্ন, শক্তিশালী দল, দারুণ প্রস্ততি। হাসিমুখ নিয়েই বিশ্বকাপের দেশে পা রাখলেন ব্রাজিল কোচ। (ছবি : টুইটার)

2 / 5
ব্রাজিল ফুটবল দল কাতারে পা দিতেই দাবদাহ আরও বাড়ল। মেসি-রোনাল্ডোর পর এ বার সে দেশে পৌঁছে গিয়েছেন নেইমারও (Neymar)। (ছবি : টুইটার)

ব্রাজিল ফুটবল দল কাতারে পা দিতেই দাবদাহ আরও বাড়ল। মেসি-রোনাল্ডোর পর এ বার সে দেশে পৌঁছে গিয়েছেন নেইমারও (Neymar)। (ছবি : টুইটার)

3 / 5
সেলেকাওদের স্বাগত জানাতে টিম হোটেলে উপচে পড়া ভিড়। অপেক্ষার প্রহর গুনছিলেন ব্রাজিল সমর্থকরা। তার সমাপ্তি ঘটল স্থানীয় সময় রাতের দিকে। (ছবি : টুইটার)

সেলেকাওদের স্বাগত জানাতে টিম হোটেলে উপচে পড়া ভিড়। অপেক্ষার প্রহর গুনছিলেন ব্রাজিল সমর্থকরা। তার সমাপ্তি ঘটল স্থানীয় সময় রাতের দিকে। (ছবি : টুইটার)

4 / 5
ব্রাজিল বিশ্বকাপ খেলবে, তিনি থাকবেন না! এও আবার হয় নাকি। কাতারে হাজির বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকা রোনাল্ডো নাজারিও (Ronaldo Nazario)। যিনি পরিচিত বড় রোনাল্ডো নামেও। (ছবি : টুইটার)

ব্রাজিল বিশ্বকাপ খেলবে, তিনি থাকবেন না! এও আবার হয় নাকি। কাতারে হাজির বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকা রোনাল্ডো নাজারিও (Ronaldo Nazario)। যিনি পরিচিত বড় রোনাল্ডো নামেও। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: