Pics: সোনা ও হীরের গয়নায় সেজে উঠেছে রামলালা, দেখুন প্রথম ছবি
Ram lala idol: দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের জন্য দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বহু উপহার এসেছে। রাম বিগ্রহের জন্য সোনা, হীরের গয়না, পোশাক, জুতো উপহারও এসেছে। এদিন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোনা ও হীরের গয়নায় সাজানো হয় রাম বিগ্রহকে।
Most Read Stories