Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deepika-Ranveer Relation: বিবাহবার্ষিকীতে যদি স্ত্রী থাকে ব্যস্ত কীভাবে মন জিতবেন তাঁর, টিপস দিলেন রণবীর

Surprise; দীপিকা পাড়ুকোন বি-টাউনের বরাবরই ব্যস্ততম নায়িকা। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

| Edited By: | Updated on: Nov 15, 2022 | 11:48 AM
রণবীর যেখানে নিজের ব্যস্ত শিডিউলের মাঝেই পৌঁছে গেলেন উপহার নিয়ে দীপিকার কাজের ফাঁকেই। কিন্তু বদলে, দীপিকা কী করলেন! মিলল না সারাদিনে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনও পোস্ট।

রণবীর যেখানে নিজের ব্যস্ত শিডিউলের মাঝেই পৌঁছে গেলেন উপহার নিয়ে দীপিকার কাজের ফাঁকেই। কিন্তু বদলে, দীপিকা কী করলেন! মিলল না সারাদিনে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনও পোস্ট।

1 / 5
তবে দীপিকা পাড়ুকোন বি-টাউনের বরাবরই ব্যস্ততম নায়িকা। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তার মধ্যেই একে একে সেলিব্রেশনের পালা। চার বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।

তবে দীপিকা পাড়ুকোন বি-টাউনের বরাবরই ব্যস্ততম নায়িকা। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তার মধ্যেই একে একে সেলিব্রেশনের পালা। চার বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।

2 / 5
রণবীরকে তিনি কতটা ভালবাসেন তা তাঁর আলাদা করে প্রমাণ করার কিছু নেই। ফলে সোশ্যাল মিডিয়ায় এদিন তিনি আলাদা করে তেমন বিশেষ কিছু লিখলেন না। কারণ তিনি জানেন তিনি এই সম্পর্কে ঠিক কতটা বিশ্বাসী, সেই সুবাদেই এদিন থাকল না কোনও পোস্ট।

রণবীরকে তিনি কতটা ভালবাসেন তা তাঁর আলাদা করে প্রমাণ করার কিছু নেই। ফলে সোশ্যাল মিডিয়ায় এদিন তিনি আলাদা করে তেমন বিশেষ কিছু লিখলেন না। কারণ তিনি জানেন তিনি এই সম্পর্কে ঠিক কতটা বিশ্বাসী, সেই সুবাদেই এদিন থাকল না কোনও পোস্ট।

3 / 5
কারণ একটাই, তিনি সোশ্যাল মিডিয়ায় কেবল কাজ ও তাঁর প্রমোশনের জন্যই ব্যবহার করে তাকেন। ব্যক্তিগত কারণে তিনি কোনও পোস্ট করেন না বলেই দাবি তাঁর। আর সেই কারণেই বিশেষ দিনে থাকল না কোনও পোস্ট।

কারণ একটাই, তিনি সোশ্যাল মিডিয়ায় কেবল কাজ ও তাঁর প্রমোশনের জন্যই ব্যবহার করে তাকেন। ব্যক্তিগত কারণে তিনি কোনও পোস্ট করেন না বলেই দাবি তাঁর। আর সেই কারণেই বিশেষ দিনে থাকল না কোনও পোস্ট।

4 / 5
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখলেন রণবীর, ফুল ও চকোলেটের ক্ষমতাকে অবজ্ঞা করবেন না। তাঁর এই মজার পোস্টে মজে এখন নেটদুনিয়া। লাইক ও শুভেচ্ছায় ভরিয়ে তুলল সোশ্যাল মিডিয়া।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখলেন রণবীর, ফুল ও চকোলেটের ক্ষমতাকে অবজ্ঞা করবেন না। তাঁর এই মজার পোস্টে মজে এখন নেটদুনিয়া। লাইক ও শুভেচ্ছায় ভরিয়ে তুলল সোশ্যাল মিডিয়া।

5 / 5
Follow Us: