Bollywood Gossip: ২৩ বার রণবীরের ঠোঁটে গাঢ় চুম্বন, বিতর্কের জল ঘোলা হতেই বেফাঁস মন্তব্য বাণীর

Movie Gossip: রণবীর সিং ও বানী কাপুর অভিনীত ছবি বেফিকরে, ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও সিনেদুনিয়ায় ঝড় তুলেছিল রণবীর ও বাণীর বোল্ড লুকের জন্য। প্রতিটা ফ্রেমেই হটস্টারের দাপট।

| Edited By: | Updated on: Mar 31, 2022 | 10:34 AM
রণবীর সিং ও বাণী কাপুর অভিনীত ছবি বেফিকরে, ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও সিনেদুনিয়ায় ঝড় তুলেছিল রণবীর ও বাণীর বোল্ড লুকের জন্য। প্রতিটা ফ্রেমেই হটস্টারের দাপট।

রণবীর সিং ও বাণী কাপুর অভিনীত ছবি বেফিকরে, ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও সিনেদুনিয়ায় ঝড় তুলেছিল রণবীর ও বাণীর বোল্ড লুকের জন্য। প্রতিটা ফ্রেমেই হটস্টারের দাপট।

1 / 6
একে অন্যের সঙ্গে গাঢ় চুম্বনে ডুবে একাধিকবার ভাইরাল হয়ে ওঠা। গোটা ছবি জুড়ে রয়েছে মোটের ওপর ২৩ টি চুমুর দৃশ্য, আর যা ফুঁটিয়ে তুলতে প্রতিটা ফ্রেম পিছু একাধিক শট।

একে অন্যের সঙ্গে গাঢ় চুম্বনে ডুবে একাধিকবার ভাইরাল হয়ে ওঠা। গোটা ছবি জুড়ে রয়েছে মোটের ওপর ২৩ টি চুমুর দৃশ্য, আর যা ফুঁটিয়ে তুলতে প্রতিটা ফ্রেম পিছু একাধিক শট।

2 / 6
এই নিয়ে শুরু হয় চরম বিতর্ক, দীপিকার প্রতিক্রিয়া কেমন, বাণী কতটা স্বাভাবিক ছিলেন পর্দায়, এতটা সাবলীল চুমুর এতগুলো দৃশ্যে কোনও সমস্যা কিনা নানা জনের নানা প্রশ্ন বারে বারে উঠে এসেছে।

এই নিয়ে শুরু হয় চরম বিতর্ক, দীপিকার প্রতিক্রিয়া কেমন, বাণী কতটা স্বাভাবিক ছিলেন পর্দায়, এতটা সাবলীল চুমুর এতগুলো দৃশ্যে কোনও সমস্যা কিনা নানা জনের নানা প্রশ্ন বারে বারে উঠে এসেছে।

3 / 6
যদিও এই বিষয় রণবীর সিং সিদ্ধ হস্ত, কিন্তু কোথাও গিয়ে যেন বাণী কাপুরকে প্রয়োজনের বেশিই তোপের মুখ পড়তে হচ্ছিল। বি-টাউনে তখন সবে নিজের জায়গাটা করেছেন তিনি। ছবি জুড়ে একাধিক সাহসী দৃশ্য।

যদিও এই বিষয় রণবীর সিং সিদ্ধ হস্ত, কিন্তু কোথাও গিয়ে যেন বাণী কাপুরকে প্রয়োজনের বেশিই তোপের মুখ পড়তে হচ্ছিল। বি-টাউনে তখন সবে নিজের জায়গাটা করেছেন তিনি। ছবি জুড়ে একাধিক সাহসী দৃশ্য।

4 / 6
বাণীর কথায়, চুমু একবার হোক বা ২৩ বার, চুমু চুমু-ই হয়। তাতে কোনও পার্থক্য থাকে না। আর এই মন্তব্য করার পর থেকেই আবারও বিতর্কের মুখে পড়তে হয় সেলেবকে। যদিও বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে এই ছবিতেই ভাইরাল হয়ে ওঠেন বানী।

বাণীর কথায়, চুমু একবার হোক বা ২৩ বার, চুমু চুমু-ই হয়। তাতে কোনও পার্থক্য থাকে না। আর এই মন্তব্য করার পর থেকেই আবারও বিতর্কের মুখে পড়তে হয় সেলেবকে। যদিও বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে এই ছবিতেই ভাইরাল হয়ে ওঠেন বানী।

5 / 6
তবে পরবর্তীতে রণবীর বা বাণী দুই স্টারকেই আর এত সাহসী লুকে পাওয়া যায়নি। পর্দায় দীপিকার সঙ্গে একাধিক ঘনিষ্টদৃশ্যে ধরা দিলেও একই ছবিতে ২৩ চুমু আপাতত ইতিহাস হয়েই রয়েছে।

তবে পরবর্তীতে রণবীর বা বাণী দুই স্টারকেই আর এত সাহসী লুকে পাওয়া যায়নি। পর্দায় দীপিকার সঙ্গে একাধিক ঘনিষ্টদৃশ্যে ধরা দিলেও একই ছবিতে ২৩ চুমু আপাতত ইতিহাস হয়েই রয়েছে।

6 / 6
Follow Us: