আরামবাগের আলুর খ্যাতি আছে। কিন্তু সেই আলু বসানোর কাজেও এই বছর দেরী হবে।
বৃষ্টির কারণে পাকা ধান মাঠেই পড়ে রয়েছে। যার কারণে আলু বীজ রোপণ করা যায়নি।
দুইদিন ঝিরঝিরে বৃষ্টি ও গতকাল সন্ধ্যা থেকে এক নাগাড়ে ভালই বৃষ্টি হচ্ছে আরামবাগের বিভিন্ন এলাকায়। যার ফলে মাঠের ধান তো মাঠেই নষ্ট হতে বসেছে আর অন্যদিকে সবজি জমিতে আবারও জল জমেছে।
আরামবাগ মহকুমার পুড়শুড়া, গোঘাট ও আরামবাগের কিছুটা অংশে প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। বন্যার জন্য পরপর তিনবার ক্ষতির সম্মুখীন হয়েছে সবজি চাষিরা। আবারো লাগাতার বৃষ্টিতে সবজি জমিতে জল জমেছে যার ফলে আবারও ক্ষতির আশঙ্কা।
কোথাও কোথাও আলু লাগানোর কাজও শুরু হয়েছিল কিন্তু এই বৃষ্টিতে সবকিছু শেষ হয়ে গেছে আলু জমিতে। আর মাঠ থেকে ধনো তুলতে পারেনি চাষীরা যার ফলে মাঠে আবারও জমেছে জল পিছিয়ে যাবে আলু চাষ। নষ্ট হবে প্রচুর সবজি জমি যার ফলে আবারও দাম বাড়বে সমস্ত কিছুই।