Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Roger Federer: দীর্ঘদিন কোর্টের বাইরে, তবু সর্বাধিক উপার্জনকারী টেনিস খেলোয়াড় রজার

হাঁটুর চোট তাঁকে গত ১৪ মাস ধরে টেনিস কোর্ট থেকে দূরে রেখেছে। গতবছর উইম্বলডনের পর আর কোর্টে নামেননি সুইস তারকা রজার ফেডেরার। তবু বর্তমান টেনিস বিশ্বের সর্বাধিক আয় করা খেলোয়াড় তিনি। ফোর্বসের তালিকা অনুযায়ী গত ১২ মাসে ট্যাক্স এবং এজেন্টদের বেতন বাদ দিয়ে ৯০ মিলিয়ন ডলার অর্থ উপার্জন করেছেন ব্র্যান্ড, বিজ্ঞাপন এবং অন্যান্য ব্যাবসায়িক দিক থেকে।

| Edited By: | Updated on: Aug 27, 2022 | 7:00 AM
হাঁটুর চোট তাঁকে গত ১৪ মাস ধরে টেনিস কোর্ট থেকে দূরে রেখেছে। গতবছর উইম্বলডনের পর আর কোর্টে নামেননি সুইস তারকা রজার ফেডেরার। তবু বর্তমান টেনিস বিশ্বের সর্বাধিক আয় করা খেলোয়াড় তিনি। ফোর্বসের তালিকা অনুযায়ী গত ১২ মাসে ট্যাক্স এবং এজেন্টদের বেতন বাদ দিয়ে ৯০ মিলিয়ন ডলার অর্থ উপার্জন করেছেন ব্র্যান্ড, বিজ্ঞাপন এবং অন্যান্য ব্যাবসায়িক দিক থেকে।(ছবি:ইনস্টাগ্রাম)

হাঁটুর চোট তাঁকে গত ১৪ মাস ধরে টেনিস কোর্ট থেকে দূরে রেখেছে। গতবছর উইম্বলডনের পর আর কোর্টে নামেননি সুইস তারকা রজার ফেডেরার। তবু বর্তমান টেনিস বিশ্বের সর্বাধিক আয় করা খেলোয়াড় তিনি। ফোর্বসের তালিকা অনুযায়ী গত ১২ মাসে ট্যাক্স এবং এজেন্টদের বেতন বাদ দিয়ে ৯০ মিলিয়ন ডলার অর্থ উপার্জন করেছেন ব্র্যান্ড, বিজ্ঞাপন এবং অন্যান্য ব্যাবসায়িক দিক থেকে।(ছবি:ইনস্টাগ্রাম)

1 / 5
রজারের পরেই রয়েছেন চারবারের মেজর জয়ী জাপানের নাওমি ওসাকা। মহিলাদের মধ্যে প্রথম। গত একবছরে তাঁর আয়ের পরিমাণ ৫৬.২ মিলিয়ন ডলার। ২৪ বছরের ওসাকা পার্টনারশিপে একটি মিডিয়া কোম্পানি এবং স্পোর্টস এজেন্সি খুলে বসেছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

রজারের পরেই রয়েছেন চারবারের মেজর জয়ী জাপানের নাওমি ওসাকা। মহিলাদের মধ্যে প্রথম। গত একবছরে তাঁর আয়ের পরিমাণ ৫৬.২ মিলিয়ন ডলার। ২৪ বছরের ওসাকা পার্টনারশিপে একটি মিডিয়া কোম্পানি এবং স্পোর্টস এজেন্সি খুলে বসেছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
 ইউএস ওপেনের পর টেনিস কোর্টে আর পড়বে না সেরেনা উইলিয়ামসের পদচিহ্ন। অবসরের প্রচ্ছন্ন আভাস দিয়ে রাখা মার্কিন টেনিস তারকার বছরে আয়ের পরিমাণ ৩৫.১ মিলিয়ন ডলার। (ছবি:ইনস্টাগ্রাম)

ইউএস ওপেনের পর টেনিস কোর্টে আর পড়বে না সেরেনা উইলিয়ামসের পদচিহ্ন। অবসরের প্রচ্ছন্ন আভাস দিয়ে রাখা মার্কিন টেনিস তারকার বছরে আয়ের পরিমাণ ৩৫.১ মিলিয়ন ডলার। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
ব্রিটিশ কিশোরী এমা রাদুকানু তালিকায় ষষ্ঠ টেনিস প্লেয়ার। বিজ্ঞাপন, ব্র্যান্ডে গত একবছরে ফুলেফেঁপে উঠেছেন রাদুকানু। আয়ের পরিমাণ ২১.১ মিলিয়ন ডলার। (ছবি:ইনস্টাগ্রাম)

ব্রিটিশ কিশোরী এমা রাদুকানু তালিকায় ষষ্ঠ টেনিস প্লেয়ার। বিজ্ঞাপন, ব্র্যান্ডে গত একবছরে ফুলেফেঁপে উঠেছেন রাদুকানু। আয়ের পরিমাণ ২১.১ মিলিয়ন ডলার। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
এর মাঝে রয়েছেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। রাফার আয় ৩১.৪ এবং জকোভিচের ২৭.১ মিলিয়ন ডলার। তালিকার অষ্টম স্থানাধিকারী ভেনাস উইলিয়ামসের উপার্জন ১২ মিলিয়ন ডলার। (ছবি:ইনস্টাগ্রাম)

এর মাঝে রয়েছেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। রাফার আয় ৩১.৪ এবং জকোভিচের ২৭.১ মিলিয়ন ডলার। তালিকার অষ্টম স্থানাধিকারী ভেনাস উইলিয়ামসের উপার্জন ১২ মিলিয়ন ডলার। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5
Follow Us: